এসব করতে ২০ বছর পার হয়ে যায়। সম্রাট শাহজাহানের বয়স হয়ে য়ায়। স্বপ্নে মমতাজকে দেখে শাহজাহান বলেন, ‘তুমি এখনো আগের মতোই আছ। আমি তো বুড়ো হয়ে গেলাম।’ মমতাজ উত্তরে বলেন, ‘মৃত মানুষের যে বয়স বাড়ে না।’ কথা দিয়েও তাজমহল না তৈরি করার জন্য যাওয়ার সময় মমতাজ সম্রাটের কাছে ক্ষোভ প্রকাশ করে যান। অসহায় হয়ে পড়েন সম্রাট। এ সময় তাজমহলের টেন্ডার নোটিশ বের হচ্ছে বলে প্রকৌশলীর চামচা সুধীর ঠিকাদার ভাইয়াজিকে বলেন, আসুন ভাইয়াজি আনন্দ করুন। সেই টেন্ডার নোটিশ যখন দরবারে এল, তখন সম্রাট শাহজাহান মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। নাটকের অধিকাংশ সংলাপ ছিল হাস্যরসাত্মক, একই সঙ্গে বিদ্রূপাত্মক। ঠিক জায়গামতো দর্শকেরা করতালি দিতে ভুল করেননি।
শেষ দৃশ্যে সমবেত স্বরে সবাই গেয়ে উঠলেন, ‘দেখলে, আরে দেখলে রে ভাই, তাজমহলের হাল/ লাগিয়ে দিল এক টেন্ডারে পুরো পঁচিশ সাল।’