Homeরাজনীতিবগুড়ায় বিএনপির বিরুদ্ধে নাগরিক ঐক্যের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ

বগুড়ায় বিএনপির বিরুদ্ধে নাগরিক ঐক্যের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ


বগুড়ার শিবগঞ্জে শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণের সময় নাগরিক ঐক্যের নেতাকর্মীদের ওপর স্থানীয় বিএনপির নেতাকর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এতে উপজেলা নাগরিক ঐক্যের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন, যাদের মধ্যে শিবগঞ্জ উপজেলা নাগরিক ঐক্যের আহবায়ক শহীদুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক বলেও জানিয়েছে দলটি।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এবং সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার স্বাক্ষরিত বিবৃতিতে এই ‘ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ’ জানানো হয়েছে। 

বিবৃতিতে দাবি করা হয়, শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাবের নেতৃত্বে হামলা চালায় পৌর বিএনপির সভাপতি মো. বুলবুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মীর মুন, উপজেলা যুবদলের সভাপতি আরমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. মাছুম, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল করিম, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রনি মিয়া, পৌর বিএনপির আল আমিনসহ বিএনপি এবং সহযোগী সংগঠনের ক্যাডাররা। 

এসময় তারা নাগরিক ঐক্য শিবগঞ্জ উপজেলার আহ্বায়ক শহীদুল ইসলাম এবং যুগ্ম আহ্বায়ক এনামুল হককে ছুকিকাঘাত করা হয়েছেও বলে বিবৃতিতে অভিযোগ করা হয়েছে।

৫ আগস্ট পরবর্তী পরিবর্তিত বাংলাদেশে এই ধরনের হামলা কেবল ‘কাপুরুষদের দ্বারাই’ সম্ভব উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, এই হামলা নারকীয় এবং পৈশাচিক মানসিকতার বহিঃপ্রকাশ। শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি জানানে যাওয়া নাগরিক ঐক্যের নেতাকর্মীদের ওপর এই হামলা সভ্যতা ও মানবিক মূল্যবোধের চরম বিরোধী, রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ।

হামলার প্রতিবাদে শনিবার সকাল সাড়ে ১১টায় নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে ‘সংবাদ সম্মেলন’ এর ঘোষণা দিয়েছে দলটি।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত