Homeখেলাধুলালড়াকু শতকে রেকর্ডের পাতায় হৃদয়

লড়াকু শতকে রেকর্ডের পাতায় হৃদয়


দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ গড়ে গেল ইতিহাস! তৌহিদ হৃদয় এমন এক কীর্তি গড়লেন, যা আগে কোনো বাংলাদেশি ব্যাটার করে দেখাতে পারেননি—ভারতের বিপক্ষে আইসিসি টুর্নামেন্টে শতক! চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের ম্যাচে যখন বাংলাদেশ একের পর এক উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত, তখন একাই দুর্গ গড়ে তুললেন হৃদয়। তবে শতক উদযাপনের আগেই রুদ্ধশ্বাস মুহূর্ত—৯৬ রানে থাকতেই গুরুতর চোট পান তিনি!

মাত্র ৩৫ রানে ৫ উইকেট হারানোর পরও যেন দমে যাননি হৃদয়। উইকেটের এক প্রান্ত আগলে রেখে বুদ্ধিদীপ্ত ব্যাটিং করতে থাকেন তিনি। জাকের আলীর সঙ্গে মিলে ১৫৩ রানের ঐতিহাসিক জুটি গড়েন, যা চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে ষষ্ঠ উইকেট বা তার নিচে সর্বোচ্চ পার্টনারশিপ এবং ভারতের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ জুটি!

১১৪ বলে ৬ চার ও ২ ছয়ের ঝলকানো ইনিংসে হৃদয় পূরণ করেন তার ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক শতক। কিন্তু সেঞ্চুরির পথে ৪৭তম ওভারে ঘটে এক নাটকীয়

শতকের মাত্র চার রান দূরে থাকা হৃদয় মোহাম্মদ শামির শর্ট বল কভারের দিকে ঠেলে দিয়ে হঠাৎই মাটিতে লুটিয়ে পড়েন! বাঁ পায়ে তীব্র ক্র্যাম্পে যন্ত্রণায় কাতরাতে থাকেন তিনি। পুরো স্টেডিয়াম স্তব্ধ! দ্রুত ছুটে আসেন ফিজিও। খেলা বন্ধ থাকে কয়েক মিনিট।

যন্ত্রণার মাঝেই উঠে দাঁড়ান হৃদয়। শতক পূরণ করতে চান! এক পায়ে ভর করেই ব্যাটিং চালিয়ে যান এবং ৪৯তম ওভারে তুলে নেন স্মরণীয় শতক। তবে শতকের পরই তার আর দাঁড়িয়ে থাকাই কষ্টকর হয়ে পড়ে।

এই শতক হৃদয়কে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। বেশ কিছু রেকর্ডও গড়েছেন তিনি।

  • ভারতের বিপক্ষে আইসিসি টুর্নামেন্টে প্রথম বাংলাদেশি শতরানকারী
  • চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে ভারতের বিপক্ষে শতক হাঁকানো ষষ্ঠ ব্যাটার
  • চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজের অভিষেক ইনিংসেই শতক হাঁকানো নবম ব্যাটার





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত