Homeদেশের গণমাধ্যমেঘরদোরের কাজকর্মে ব্যবহৃত এই তিনটি পণ্য কি আলঝেইমারের ঝুঁকি বাড়ায়

ঘরদোরের কাজকর্মে ব্যবহৃত এই তিনটি পণ্য কি আলঝেইমারের ঝুঁকি বাড়ায়


জরিপটিতে ৬৫ বছর বা তার বেশি বয়সীদের স্বাস্থ্যের ওপর বাসাবাড়িতে ব্যবহৃত আট ধরনের রাসায়নিকের প্রভাব পর্যবেক্ষণ করা হয়। জরিপে নিচের রাসায়নিকগুলো সম্পর্কে উপাত্ত সংগ্রহ করা হয়েছিল—
১. কীটনাশক।
২. রিপেলেন্ট (যেমন মশা ও অন্যান্য কীটপতঙ্গ তাড়ানোর ক্রিম, স্প্রে ইত্যাদি)।
৩. অ্যান্টি-কেরিজ এজেন্ট (যেগুলো দাঁতের ক্ষয়রোধে ব্যবহার করা হয়। যেমন ফ্লুরাইড)।
৪. এয়ার ফ্রেশনার।
৫. এয়ার পিউরিফায়ার।
৬. জীবাণুনাশক।
৭. টয়লেট ক্লিনার।
৮. অয়েল রিমুভার।
নিয়মিত জীবাণুনাশক, এয়ার ফ্রেশনার, অ্যান্টি–কেরিজ এজেন্ট ব্যবহার করলে প্রবীণদের বোধশক্তি হ্রাস পেতে থাকে। গবেষণাটিতে আরও উল্লেখ করা হয় যে এই তিনটি পণ্যের মধ্যে একাধিক পণ্যের সংস্পর্শে যদি নিয়মিত আসা হয়, তাহলে ডিমেনশিয়ার আশঙ্কা আরও বেড়ে যায়। এগুলো বাড়িতে যত ঘন ঘন ব্যবহার করা হয়, ডিমেনশিয়ায় আক্রান্ত হওয়ার আশঙ্কা ততই বাড়ে।
ঘরদোরে ব্যবহৃত এসব রাসায়নিকের অনেকগুলোকেই শিশু এবং গৃহপালিত প্রাণীদের জন্য ক্ষতিকর মনে করা হয়। কিন্তু বৃদ্ধ বয়সে এই রাসায়নিকগুলোর সংস্পর্শে এলেও ডিমেনশিয়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়, এই গবেষণার ফলাফলে খুব গুরুত্বসহকারে বিষয়টি উল্লেখ করা হয়েছে। গবেষকেরা আরও জানিয়েছেন, বয়সী মানুষেরা তরুণদের চেয়ে বেশি সময় বাড়িতে অবস্থান করে। তাই স্বাস্থ্যের ওপর ঘরের ভেতরের বায়ুর মানের প্রভাব উপেক্ষা করা যায় না।
এই গবেষণা থেকে একটি বিষয় পরিষ্কার। বাইরে গিয়ে মুক্ত বায়ু সেবন করা স্বাস্থ্যের জন্য আক্ষরিক অর্থেই উপকারী।

সূত্র: দ্য হেলদি ডটকম

Photo by Anna Shvets from pexels.



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত