দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের ম্যাচটিতে হৃদয় যতটুকু রান করেছেন, শুরুর দিকে পুরো দলই এত রান করতে পারবে কি না সংশয় ছিল। প্রথম দুই ওভারের মধ্যে ২ রানে দুই উইকেট হারানো বাংলাদেশ ৩৫ রানে হারায় পঞ্চম উইকেট। নবম ওভারের চতুর্থ বলে উইকেটসংখ্যা ৬-ও হতে পারত, যদি জাকেরের ক্যাচটা নিতে পারতেন রোহিত শর্মা।
শেষ পর্যন্ত জাকেরের ওই বেঁচে যাওয়াই বাংলাদেশকে বিপর্যয় কাটিয়ে ওঠার পথ করে দেয়। ষষ্ঠ উইকেটে হৃদয়-জাকের মিলে গড়েন ১৫৪ রানের জুটি। যা শুধু বাংলাদেশ দলেরই ষষ্ঠ উইকেটে সর্বোচ্চ রানের জুটি নয়, ভারতের বিপক্ষে যে কোনো দলের এবং চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসেই এই উইকেটে সর্বোচ্চ।
দুজনই ফিফটি তুলে নেওয়ার আগপর্যন্ত খেলেছেন রয়েসয়ে। শেষ দিকে ঝোড়ো ব্যাটিংয়ে হাত খুলতে গিয়েই জাকের ফেরেন ৬৮ রান করে। তবে হৃদয় ছিলেন শেষ ওভার পর্যন্ত।