দুবাইয়ে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের শুরুতেই বড় ধাক্কা খেল বাংলাদেশ। মাত্র ১১ রানেই হারিয়েছে দুই উইকেট! প্রথম ওভারেই মোহাম্মদ শামির আগুনঝরা বোলিংয়ে সাজঘরে ফেরেন সৌম্য সরকার, এরপর হার্শিত রানার বলে বাজে শটে আউট হন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
টসে জিতে ব্যাটিং নেওয়ার পর বাংলাদেশ আশা করেছিল ভালো শুরুর। কিন্তু মোহাম্মদ শামির প্রথম ওভারেই বিপর্যয়। ৫ বল খেলে কোনো রান না করে উইকেট কিপারের হাতে ক্যাচ দেন সৌম্য। এরপর শান্তও সুবিধা করতে পারেননি। হার্শিত রানার বলে কাভারে সহজ ক্যাচ দেন বিরাট কোহলির হাতে। মাত্র ১ রানেই বাংলাদেশ হারায় ২ উইকেট!
তৃতীয় ওভার শেষে স্কোরবোর্ডে ১১ রান, দুই ওপেনার নেই! তানজিদ হাসান একটু লড়াই করার চেষ্টা করলেও মিডল অর্ডারের কাঁধে এখন বিশাল চাপ। মেহেদী হাসান মিরাজ ও তানজিদ এখন জুটি গড়ার চেষ্টা করছেন।
শামি ও হার্শিত রানার আগ্রাসী স্পেল বাংলাদেশকে চাপে ফেলেছে। দুই ওভারে মাত্র ১০ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন শামি। হার্শিতও ১ ওভারেই ১ রান দিয়ে ১ উইকেট তুলে নিয়েছেন।