Homeলাইফস্টাইলপাহাড় খোদাই করে সৌদি আরবের ডেজার্ট রক রিসোর্ট

পাহাড় খোদাই করে সৌদি আরবের ডেজার্ট রক রিসোর্ট


বিশ্বের অন্যতম ভ্রমণ গন্তব্য হিসেবে তৈরি হচ্ছে সৌদি আরব। সে লক্ষ্যে পর্যটনের সব খাতে উন্নয়ন অব্যাহত রেখেছে দেশটি। এর মধ্যে রয়েছে রেড সি ঘিরে গড়ে ওঠা বিলাসবহুল রিসোর্টগুলো। সম্প্রতি সেখানে নির্মিত হয়েছে ডেজার্ট রক রিসোর্ট। রেড সি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে মাত্র ২০ মিনিট পেরোলেই পাহাড় ও মরুভূমির মাঝে পাওয়া যাবে এ রিসোর্ট।

৩২টি ওয়াদি ভিলা, ১৭টি ক্লিফ হ্যাঙ্গিং ভিলা, ৪টি মাউন্টেন ক্রেভিস ভিলা, ১টি রয়্যাল ভিলা ও ১০টি মাউন্টেইন কেভ স্যুট রয়েছে এই ডেজার্ট রক রিসোর্টে। এগুলো তৈরি করা হয়েছে পাহাড় খোদাই করে।

রিসোর্টের স্থাপত্য নকশা তৈরি করেছে বিশ্বখ্যাত ওপেনহাইম আর্কিটেকচার। আর অভ্যন্তরীণ সজ্জার নেপথ্যে রয়েছেন ইতালির স্বনামধন্য ডিজাইনার পাওলো ফেরারি। পাহাড়ের গায়ে খোদাই করা কক্ষগুলোর জানালা খুললেই দেখা মিলবে মরুভূমির ঝলমলে রোদ আর পাহাড়ের অপার সৌন্দর্য।

এ রিসোর্টের প্রতিটি রুমে রয়েছে প্রাইভেট পুল, ডাইসন হেয়ার ড্রায়ার ও বিলাসবহুল পুলসাইড সজ্জা। অতিথিদের জন্য একটি ভিলা হোস্টও রয়েছেন।

রিসোর্টে রয়েছে চারটি প্রধান রেস্টুরেন্ট। সেগুলো হলো তুর্কি শেফ ওসমান সেজেনারের তত্ত্বাবধানে পরিচালিত নিউরা, একটি স্ন্যাক্স বার মিকা, সকালের নাশতা ও রাতে ভারতীয় খাবার উপভোগের জন্য বাসাল্ট ও পেরুভিয়ান খাবারের জন্য বিখ্যাত ওয়াদি।

পাহাড়ের কোলে নির্মিত হয়েছে বিলাসবহুল স্পা। সেখানে শরীর ও মন সতেজ করা ছাড়াও পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন অতিথিরা।

এ ছাড়া রাতের আকাশের তারা দেখতে শিশুদের জন্য আলাদা ক্লাবের ব্যবস্থাও রাখা হয়েছে।

পাহাড়ঘেরা এই রিসোর্ট শুধু বিলাসিতা নয়, একই সঙ্গে রোমাঞ্চকরও। মরুভূমির নিস্তরঙ্গ পরিবেশে গড়ে ওঠা ডেজার্ট রক রিসোর্ট সৌদির পর্যটন মানচিত্রে যোগ করেছে নতুন মাত্রা।

সূত্র: আরব নিউজ





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত