Homeপ্রবাসের খবরবদলে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটির ১০ সড়ক ও স্থাপনার নাম

বদলে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটির ১০ সড়ক ও স্থাপনার নাম


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বজনদের নামে থাকা পাঁচটি সড়ক, পার্ক ও সেতুসহ মোট ১০টি স্থাপনার নাম পরিবর্তন করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এর মধ্যে সংস্থার সাবেক দুই মেয়র মোহাম্মদ সাঈদ খোকন ও ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের নামে থাকা দুটি স্থাপনারও নাম পরিবর্তন করা হয়েছে। বুধবার ডিএসসিসির চতুর্থ করপোরেশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ডিএসসিসির নবনিযুক্ত প্রশাসক মো. শাহজাহান মিয়া। সভায় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ড. জিল্লুর রহমান ও সচিব বশিরুল হক ভূঁঞাসহ সংস্থার বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।

সভায় মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মণি সরণির নাম পরিরর্তন করে ইনার রিং সড়ক, মুক্তিযোদ্ধা শেখ জামাল সরণির নাম পরিবর্তন করে ঝাউচর প্রধান সড়ক, মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলাম সরণির নাম পরিবর্তন করে কামরাঙ্গীরচর লোহারপুল–বুড়িগঙ্গা সড়ক, শহীদ শেখ রাসেল শিশু পার্ক, কলাবাগানের নাম পরিবর্তন করে কলাবাগান শিশুপার্ক, শহীদ শেখ রাসেল শিশুপার্ক, যাত্রাবাড়ির নাম পরিবর্তন করে যাত্রাবাড়ি শিশুপার্ক, মেয়র তাপস সেতুর নাম পরিবর্তন করে কামরাঙ্গীরচর ব্রিজ, হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশুপার্কের নাম পরিবর্তন করে শহীদ জিয়া শিশুপার্ক, মেয়র মোহাম্মদ সাঈদ খোকন সামাজিক অনুষ্ঠান কেন্দ্রের নাম পরিবর্তন করে গেন্ডারিয়া সামাজিক অনুষ্ঠান কেন্দ্র, মেয়র মোহাম্মদ সাঈদ খোকন পার্কের নাম পরিবর্তন করে সরাফতগঞ্জ পার্ক, মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলাম সামাজিক অনুষ্ঠান কেন্দ্রের নাম পরিবর্তন করে কামরাঙ্গীরচর সামাজিক অনুষ্ঠান কেন্দ্র নামকরণের সিদ্ধান্ত হয়।

পরিবর্তিত নামেই এসব স্থাপনা এক সময় পরিচিত ছিল। সাঈদ খোকন ও ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস মেয়র থাকাকালীন এগুলোর নতুন নামকরণ করা হয়।

সভায় সভাপতির বক্তব্যে প্রশাসক শাহজাহান মিয়া বলেন, জুলাই–আগস্টে ছাত্রজনতার অভ্যুত্থানের পর নতুন করে জনপ্রত্যাশা তৈরি হয়েছে। জুলাইয়ের চেতনাকে ধারণ করে সীমিত সম্পদ দিয়ে সর্বোচ্চ নাগরিক সেবা নিশ্চিত করতে হবে।

এ ইউ/ 



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত