Homeখেলাধুলাহার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু পাকিস্তানের

হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু পাকিস্তানের


চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের দাপুটে পারফরম্যান্সের সামনে অসহায় আত্মসমর্পণ করল পাকিস্তান। করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে ৩২১ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে বড় ভরসা বাবর আজম ও খুশদিল শাহের লড়াই সত্ত্বেও ২৬০ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ব্যর্থ পাকিস্তান ম্যাচ হেরেছে ৬০ রানের বিশাল ব্যবধানে।

কিউইদের দেওয়া ৩২১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ১০ ওভারের মধ্যেই পাকিস্তান ২২/২ উইকেটে ধুঁকতে থাকে। অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান মাত্র ৩ রান করে ফিরে গেলে চাপ আরও বেড়ে যায়। সাউদ শাকিলও (৬) হতাশ করেন।

এরপর বাবর আজমের সঙ্গে ইনিংস মেরামত করতে আসেন ফখর জামান। তাদের ৪৭ রানের জুটি ভাঙেন মাইকেল ব্রেসওয়েল, ২৪ রান করে বিদায় নেন ফখর। মাঝের ওভারে ভাইস-ক্যাপ্টেন সালমান আলি আগা কিছুটা লড়াই করেন। মাত্র ২৮ বলে ৪২ রান তুলে ম্যাচ ঘোরানোর ইঙ্গিত দিলেও ৩১তম ওভারে নাথান স্মিথ তাকে ফিরিয়ে দিলে পাকিস্তানের আশা আরও কমে আসে।

বাবর আজম একপ্রান্ত ধরে রাখার চেষ্টা করলেও তিনি ধীরগতির ৯০ বলে ৬৪ রান করে আউট হন, যেখানে মাত্র একটি ছক্কা ও ছয়টি চারের মার ছিল। তার বিদায়ের পরই পাকিস্তান ৩৪তম ওভারে ১৫৩/৬ হয়ে ম্যাচ প্রায় হারিয়ে ফেলে।

পরে খুশদিল শাহ শেষ চেষ্টা করেছিলেন, ৪৯ বলে ৬৯ রান করে ১০টি চার ও ১টি ছক্কায় ঝড় তোলেন। কিন্তু উইল ও’রউর্কের শিকার হয়ে ফিরে গেলে পাকিস্তানের পরাজয় প্রায় নিশ্চিত হয়ে যায়। শেষদিকে নাসিম শাহ ও হারিস রউফ কিছুটা লড়াই করলেও তাতে কোনো লাভ হয়নি।

নিউজিল্যান্ডের পক্ষে উইল ও’রউর্ক ও মিচেল স্যান্টনার ৩টি করে উইকেট নেন, ম্যাট হেনরি পান ২টি।

এর আগে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড শুরুটা বেশ ধীরগতির করে। ৮ম ওভারে মাত্র ১০ রানে ডেভন কনওয়ে আউট হন, স্পিনার আবরার আহমেদের বলে বোল্ড হয়ে যান।

এরপর উইলিয়ামসন (১) ও ড্যারিল মিচেল (১০) দ্রুত বিদায় নিলে ৭৩/৩-এ বিপদে পড়ে নিউজিল্যান্ড। তবে এখান থেকেই ম্যাচ ঘুরিয়ে দেন উইল ইয়াং ও লাথাম। ১১৮ রানের অবিচ্ছিন্ন পার্টনারশিপে দলের ভিত গড়ে দেন তারা।

ইয়াং ১২ চার ও ১ ছক্কায় ১০৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে নাসিম শাহের শিকার হন। তবে লাথাম অপরাজিত থেকে ১০ চার ও ৩ ছক্কায় ১১৮ রান করেন, যা নিউজিল্যান্ডকে বড় সংগ্রহ এনে দেয়।

শেষদিকে গ্লেন ফিলিপস মাত্র ৩৯ বলে ৬১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন, যেখানে ছিল ৩টি চার ও ৪টি বিশাল ছক্কা! ফলে নিউজিল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ৩২০/৫ রান করে।

পাকিস্তানের হয়ে নাসিম শাহ ও হারিস রউফ ২টি করে উইকেট নেন, আবরার আহমেদ পান ১ উইকেট।

নিউজিল্যান্ডের এমন পারফরম্যান্স চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের শক্তিশালী দাবিদার করে তুলবে। অন্যদিকে পাকিস্তানের দুর্বল ব্যাটিং ও অধিনায়কত্ব নিয়ে উঠেছে বড় প্রশ্ন। নিজেদের বাকি ম্যাচগুলোতে ঘুরে দাঁড়াতে হলে ব্যাটিংয়ে ধারাবাহিকতা আনতে হবে পাকিস্তানকে, নাহলে আসর থেকে ছিটকে যাওয়ার শঙ্কা বাড়বে!





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত