আমার বদনামের পাশাপাশি একটা কথা তুমি ঠিকই বলেছ যে, তোমার মিলুদা বিয়ে করতে চায়নি এবং বিয়ে করা তার একেবারেই ঠিক হয়নি। তোমার কি মনে হয় বিয়েটা কেন করেছে? বিয়ে-সংসার-সন্তান দরকারি মনে করত বলে? আমার তো মনে হয় তোমাকে আঘাত দেবে বলে অথবা তোমাকে পাবার আশা আর ছিল না বলে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। আমার মন থেকে সে সরে গিয়েছিল তা সত্যি, একইসাথে এও সত্যি যে সে নিজেও কখনোই মনে স্থান দেয়নি আমায়। ইচ্ছাও ছিল না।… বিস্তারিত