ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে স্বৈরশাসক শেখ হাসিনার পতনের ছয় মাস পূরণ হয় ফেব্রুয়ারির ৫ তারিখ। এই দিনটি উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় নানা কর্মসূচি পালন করে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। এবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে দেশের সর্ববৃহৎ উন্মুক্ত কনসার্টের আয়োজন করা হচ্ছে। যার শিরোনাম ‘রিবিল্ডিং দ্য ন্যাশন’। শনিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর পুরাতন বাণিজ্য মেলা মাঠ, আগারগাঁওতে এটি অনুষ্ঠিত হবে।
কনসার্টটি নিয়ে কালবেলাকে আয়োজকদের একজন শাফায়েত শ্রাবণ বলেন, ‘এটি বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ উন্মুক্ত কনসার্ট হতে যাচ্ছে। আমাদের আয়োজন স্থানে প্রায় চার লাখের বেশি শ্রোতা একসঙ্গে নিরাপদে গান শুনতে পারবেন। তাদের সামনে দেশের মোট ১২টি ব্যান্ড গান পরিবেশন করবে। ‘রিবিল্ডিং দ্য ন্যাশন’ শিরোনামের এই কনসার্ট আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে, পুনরায় আবার সবাইকে একত্রিত করা। স্বৈরশাসক শেখ হাসিনার পতনের সময় দেশের সবাই যেমনটা হয়েছিল। এ ছাড়া হাসিনা পালানোর ৬ মাস উদ্যাপনও বলতে পারেন। ২২ ফেব্রুয়ারি সবাই আসুন। আবারও একসঙ্গে গলা মেলাই।’
এ সময় শ্রাবণ আরও বলেন, ‘আমরা এখানে দেশীয় শিল্পীদের নিয়ে কনসার্টের লাইনআপ সাজিয়েছি, যারা আন্দোলনের সময় নিজেদের ক্যারিয়ারের চিন্তা না করে আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছিলেন।’
এ কনসার্টে প্রধান আকর্ষণ থাকবেন নগর বাউল জেমস। এ ছাড়া আরও থাকবে আর্টসেল, সোনার বাংলা সার্কাস, বেঙ্গল সিম্ফনি, ফারজানা ওয়াহিদ সায়ান, সেজান-হান্নান, বাংলা ফাইভ, ক্রিপটিক ফেইটসহ আরও কিছু ব্যান্ড। এই কনসার্টটি সবার জন্য উন্মুক্ত থাকবে। এরই মধ্যে কনসার্টের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।