‘উল্টো রাজার দেশে’ সৈয়দ মেহেদী হাসানের ছাড়ার বই। এতে এমন একটি রাজ্যের সন্ধান পাওয়া যায়, যেখানে দুর্নীতি, অবক্ষয় আর স্বেচ্ছাচারিতার কারণে সবকিছু ওলটপালট হয়ে থাকে।
দশমিক প্রকাশনীর স্বত্ত্বাধিকারী দীপান্ত রায়হান জানান— ‘বইয়ের প্রতিটি ছড়ার ব্যঞ্জনা পাঠককে একেকটি প্রেক্ষাপটের চিত্র তুলে ধরবে।’
প্রকাশনী: দশমিক।
স্টল নং: ২৬৫