Homeপ্রবাসের খবরএমবাপ্পের দেখাদেখি ফুটবল ক্লাব কিনছেন ভিনিসিউসও

এমবাপ্পের দেখাদেখি ফুটবল ক্লাব কিনছেন ভিনিসিউসও


গত বছর ব্যালন ডি’অর হাতছাড়া হলেও ফিফার বর্ষসেরা খেলোয়াড় হয়েছিলেন ভিনিসিউস জুনিয়র। চলতি বছরও ধার ধরে রেখেছেন এই ব্রাজিলিয়ান। রিয়াল মাদ্রিদের শিরোপাস্বপ্নের কাণ্ডারি তিনিই। ক্লাবটি তাকে দীর্ঘদিন ধরে রাখার জন্য নতুন চুক্তি করার জন্য উদগ্রীব। এদিকে সৌদি আরবও ভিনিসিউসকে মধ্যপ্রাচ্যে নিয়ে যেতে টাকার বস্তা নিয়ে তৈরি হচ্ছে। দারুণ সময়টা উপভোগ করছেন ভিনিসিউস নিজেই। বিশ্বের সেরা ক্লাবের হটকেকে পরিণত হওয়া এই তারকা এবার নিজেই একটা ক্লাবের মালিক হওয়ার পথে হাঁটছেন।

পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাবের মালিক হচ্ছেন ভিনিসিউস জুনিয়র। 

ফুটবল ক্লাবের মালিক হচ্ছেন ভিনিসিউস জুনিয়র। রিয়াল মাদ্রিদের এই ব্রাজিলিয়ান তারকা অন্যতম মালিক হিসেবে পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব এফসি আলভারাকা কিনতে সম্মত হয়েছেন।

ভিনিসিউস এবং তার অংশীদাররা ক্লাবটির ৭০-৮০ শতাংশের মালিক হতে যাচ্ছেন। রিয়াল মাদ্রিদের এই উইঙ্গার স্পেন এবং তার দেশ ব্রাজিলের একদল বিনিয়োগকারীকে নিয়ে ক্লাবটি কিনেছেন।

ক্লাবটি কিনতে ৬.৭ মিলিয়ন পাউন্ড বা ৮ মিলিয়ন ইউরো (১০২ কোটি ৭৭ লাখ টাকা প্রায়) খরচ করতে হচ্ছে ভিনিসিউস ও তার অংশীদারদের। এই চুক্তি সম্পন্ন হয়েছে এমন এক সময়ে, যখন ভিনিসিয়ুস রিয়াল মাদ্রিদের হয়ে ম্যানচেস্টার সিটির বিপক্ষে গুরুত্বপূর্ণ চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফের জন্য প্রস্তুতি নিচ্ছেন।

এফসি আলভারাকা এক  বিবৃতির মাধ্যমে এই মালিকানা বদলের বিষয়টি নিশ্চিত করেছে, ‘রিকার্দো ভিসিন্তিন তার নির্দিষ্ট পরিমাণ অংশিদারিত্ব একদল বিনিয়োগকারী দ্বারা পরিচালিত পাবলিক লিমিটেড কোম্পানির কাছে বিক্রি করেছেন।’

ক্লাবটি আরও জানিয়েছে, ক্লাবের মালিকানা বিক্রির বাদবাকি তথ্য যথাসময়ে প্রকাশ করা হবে।

পর্তুগালের রাজধানী লিসবনের উপকণ্ঠে অবস্থিত আলভারাকা বর্তমানে দ্বিতীয় বিভাগ লিগ তথা লিগা পর্তুগাল-২’এ খেলছে। ক্লাবটি এই মুহূর্তে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে এবং শীর্ষ স্তর প্রিমেরা লিগায় উন্নীত হওয়ার দৌড়ে আছে।

ক্লাবটি খুবই দ্রুত পর্তুগিজ ফুটবলে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। গত মৌসুমেও আলভারাকা তৃতীয় বিভাগে খেলেছে।

রিয়ালের খেলোয়াড়দের মধ্যে ভিনিসিউসই প্রথম ক্লাবের মালিক নন। তার আগে কিলিয়ান এমবাপ্পেই ফ্রান্সের দ্বিতীয় বিভাগের দল কায়েন কিনে নিয়েছেন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত