Homeজাতীয়নারীর নাকে শয়তানের নিঃশ্বাস দিয়ে ৩ লাখ টাকা ছিনতাই 

নারীর নাকে শয়তানের নিঃশ্বাস দিয়ে ৩ লাখ টাকা ছিনতাই 


মাদারীপুরের শিবচর পৌর শহরে লাকি আক্তার (২৫) নামের এক নারীর নাকে শয়তানে নিঃশ্বাস (স্কোপোলামিন)  দিয়ে কৌশলে নগদ ৩ লাখ টাকা, একটি বাটন মোবাইল ফোন এবং ব্যাংকের চেক বই  ছিনতাই হওয়ার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার  দুপুরে শিবচর পৌর শহরের ডিআইজি মার্কেটে অবস্থিত ইসলামী ব্যাংকের সিঁড়ির উপরে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী লাকি আক্তার শিবচর উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের ভেন্নাতলা গ্রামের সোরহাব শিকদারের স্ত্রী।
ভুক্তভোগী নারী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে লাকি আক্তার নিজ বাড়ি থেকে ৩ লাখ টাকা নিয়ে তার ভাসুর কামাল এর অ্যাকাউন্টে জমা দেওয়ার জন্য যায়। তিনি ডিআইজি মার্কেটে অবস্থিত ইসলামী ব্যাংক শিবচর শাখায় মোবাইলে কথা বলতে বলতে উপরে উঠতে থাকেন এসময় ব্যাংকের  সিঁড়ির উপরে দাঁড়িয়ে থাকা অপরিচিত এক মহিলা একটি কাগজ বের করে দিয়ে একটি ব্যাংকের ঠিকানা জানতে চায়। যখনই লাকি আক্তার কাগজটি পড়তে থাকে কাগজটির অপর পিট থেকে টোকা দিয়ে কাগজের সাথে লাগানো শয়তানি নিঃশ্বাস (স্কোপোলামিন) লাকি আক্তারের নাকে ছিটিয়ে দেয়। আর এরপর থেকেই লাকি পুরোপুরি ওই প্রতারক চক্রের নিয়ন্ত্রণে চলে যায় এবং প্রতারকের কথা মত তার সাথে থাকা ৩ লাখ টাকা, বাটন মোবাইল ও ইসলামী ব্যাংকের চেক বই ওই প্রতারকে দিয়ে দেন। 
এ বিষয়ে শিবচর থানার ওসি মোঃ রতন শেখ (পিপিএম) বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি। মার্কেটে সিসি ক্যামেরা না থাকায় অপরাধীদের সনাক্ত করতে কষ্ট হচ্ছে। তবে আমরা এ বিষয়ে কাজ করছি।’
 





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত