Homeদেশের গণমাধ্যমেক্ষমতায় এলে শেখ হাসিনার বিচার করবে বিএনপি: এ্যানি

ক্ষমতায় এলে শেখ হাসিনার বিচার করবে বিএনপি: এ্যানি


বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, এ সরকার না করলেও জনগণের সরকার শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচার করবে। ক্ষমতায় এলে বিএনপি তাদের বিচার করবে। তখন শেখ হাসিনার রাজনীতি নিষিদ্ধ হয়ে যাবে। আর শেখ হাসিনার রাজনীতি নিষিদ্ধ হয়ে গেলে আওয়ামী লীগও নিষিদ্ধ হয়ে যাবে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে তিনি বলেন, কারও একার আন্দোলনে শেখ হাসিনার পতন হয়নি। ছাত্ররা, আমরা রাজনৈতিক দলগুলো, সাধারণ জনগণ সবার ঐক্যবদ্ধ আন্দোলনের ফসল এটা।

ভারতের সমালোচনা করে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ভারত এ দেশের মানুষের সঙ্গে সম্পর্ক রাখতে চায় না। তারা হাসিনার সঙ্গে সম্পর্ক রাখতে চায়। হাসিনাকে ক্ষমতায় রাখতে বার বার কাজ করেছে।

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত) জি কে গউছের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক সাবেক এমপি শাম্মী আক্তারের সঞ্চালনায় পৌরসভা মাঠে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. সাখাওয়াত হাসান জীবন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমেদ মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী ও সাবেক এমপি শেখ সুজাত মিয়া।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত