Homeরাজনীতি‘সরকারের ছায়াতলে বসে দল গঠন করলে শুরুতেই হতাশায় পর্যবসিত হবে’

‘সরকারের ছায়াতলে বসে দল গঠন করলে শুরুতেই হতাশায় পর্যবসিত হবে’


ছাত্রদের উদ্দেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন যে প্রজন্ম গড়ে উঠেছে, তারা যদি নতুন দল করতে চায়— আমরা স্বাগত জানাই। তারা নতুন এজেন্ডা, নতুন স্বপ্ন, নতুন ভিশন, কর্মসূচি নিয়ে দল তৈরি করে, ভালো কথা। কিন্তু সরকারের ছায়াতলে বসে যদি নতুন দল করার চেষ্টা করেন তাহলে আপনাদের উদ্যোগ শুরুতেই হতাশায় পর্যবসিত হতে পারে। আপনাদের সম্ভাবনাও কিন্তু বিনষ্ট হয়ে যেতে পারে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগর আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

সাইফুল হক বলেন, এই সরকার চরিত্রের দিক থেকে একটি নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার। বিশেষ কোনও দল, মতাদর্শ, গোষ্ঠীকে মদদ জোগানোর কাজ না। এই সরকার সব রাজনৈতিক দল, ছাত্র-তরুণ, জনগণের অংশকে তার আস্থার মধ্যে গ্রহণ করবেন। সরকারের নিরপেক্ষতা নিয়ে যদি বড় প্রশ্ন উঠে, তাহলে আগামী জাতীয় নির্বাচনও প্রশ্নবিদ্ধ হবার ঝুঁকিতে থাকে। 

বাজার এখনও নিয়ন্ত্রণে আসেনি উল্লেখ করে তিনি বলেন, বাজার কারা নিয়ন্ত্রণ করে? আগে আমরা শুনতাম আওয়ামী লীগের বাজার সিন্ডিকেটের সঙ্গে যারা যুক্ত তারা নাকি বাজার নিয়ন্ত্রণ করে। এখনতো কোনও সিন্ডিকেট থাকার কথা না। এই সরকারের সঙ্গে কোনও অশুভ সিন্ডিকেটের সম্পর্ক থাকার কথা না। তাহলে বাজার কেন নিয়ন্ত্রণ করতে পারছেন না। ছয় মাস হয়ে গেছে, এখন আমরা কোনও অজুহাত শুনতে চাই না। তাই সরকারকে বলবো রোজার আগে অনতিবিলম্বে বাজার নিয়ন্ত্রণ করবেন। 

মানুষের ধৈর্যের পরীক্ষা নেবেন না মন্তব্য করে তিনি বলেন, মানুষ যদি না খেয়ে থাকে, লক্ষ লক্ষ মানুষ যদি বেকার থাকে, দারিদ্রতার মধ্যে যদি মানুষ নেমে আসতে থাকে, তাহলে সংস্কারের কোনও এজেন্ডা, সংস্কারের কোনও ট্যাবলেট মানুষ কিন্তু হজম করতে পারবে না।

এ সময় সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির অন্য নেতারা উপস্থিত ছিলেন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত