Homeদেশের গণমাধ্যমেবাংলাদেশ প্রশ্নে ট্রাম্প-মোদি আলাপের বিষয়ে জানালেন বিক্রম মিশ্রি

বাংলাদেশ প্রশ্নে ট্রাম্প-মোদি আলাপের বিষয়ে জানালেন বিক্রম মিশ্রি


ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেছেন বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী এবং ভারত কীভাবে পরিস্থিতি দেখছে সে সম্পর্কে তার মতামত এবং প্রকৃতপক্ষে তার উদ্বেগের কথা প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলোচনা করেছেন। হোয়াইট হাউজে নরেন্দ্র মোদি ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের ঠিক পরেই সাংবাদ সম্মেলনে মিশ্রি একথা জানান।

তিনি বলেন, ‘আমরা আশা করি, বাংলাদেশের পরিস্থিতি এমন দিকে এগোবে, যেখানে আমরা তাদের সঙ্গে গঠনমূলক ও স্থিতিশীলভাবে সম্পর্ক বজায় রাখতে পারবো। কিন্তু পরিস্থিতি নিয়ে উদ্বেগের কারণ রয়েছে এবং প্রধানমন্ত্রী সেই মতামত প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিয়েছেন।’

এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে ওয়াশিংটন ডিসি পৌঁছান ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দ্বিতীয় দফায় ট্রাম্প ক্ষমতা লাভের পর দুই নেতার মধ্যে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ছিল প্রথম বৈঠক। বৈঠকের আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মোদি লেখেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য অধীরভাবে অপেক্ষা করছি।

দ্বিপাক্ষিক বৈঠকের পরে সাংবাদিক সম্মেলনে এক ভারতীয় সাংবাদিক বাংলাদেশ বিষয়ে ট্রাম্পের অবস্থান নিয়ে প্রশ্ন করেন। বাংলাদেশে ক্ষমতার পালাবদলে বাইডেন প্রশাসনের সময় মার্কিন ডিপ স্টেট জড়িত থাকা, সম্প্রতি ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জুনিয়র সোরোসের (জর্জ সোরোসের ছেলে) বৈঠক এবং বাংলাদেশ নিয়ে তার চিন্তা জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘আমাদের ডিপ স্টেটের এখানে কোনও ভূমিকা ছিল না। ভারতের প্রধানমন্ত্রী এই বিষয়টা নিয়ে বহুদিন ধরে কাজ করছেন…। বস্তুত আমি পড়েছি ভারত এটা নিয়ে শত শত বছর ধরে কাজ করছে। বাংলাদেশের বিষয়টি আমি ভারতের প্রধানমন্ত্রীর ওপরই ছেড়ে দেবো।’ পাশে বসা নরেন্দ্র মোদির দিকে ইঙ্গিত করে বলেন ট্রাম্প।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত