যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসাধীন বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া পবিত্র ঈদুল ফিতরের (রোজার ঈদ) পর-পরই দেশে ফিরতে পারেন। তাঁর স্বাস্থ্যের অবস্থা তুলনামূলকভাবে এখন অনেকটা ভালো। পরিবারিক আবহে মানসিকভাবেও তিনি প্রশান্তি অনুভবের পাশাপাশি স্বাচ্ছন্দ্যে রয়েছেন।
বুধবার (১২ ফেব্রুয়ারি) লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যায় যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি ও চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য এম এ মালেক লন্ডনে বসবাসরত বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য তুলে ধরেন।
এমএ মালেক বলেন, আমরা যুক্তরাজ্য বিএনপির টিম খালেদা জিয়ার পাশে আছি। আলহামদুলিল্লাহ উনি মেন্টালি খুব রিলাক্স রয়েছেন। আমরা উনাকে অনুরোধ করেছি আমাদের সঙ্গে অন্তত এই ঈদটা করে যাওয়ার জন্য। আমরা আশা করি, উনি যদি আমাদের কথা রাখেন, তাহলে ঈদের পরেই বাংলাদেশে যাবেন।
তিনি বলেন, আপনারা সবাই খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। দেশবাসীর দোয়ায় তিনি আগের চেয়ে অনেক ভালো আছেন। কারণ উনি তার প্রিয় সন্তান তারেক রহমান, পুত্রবধূ ডা. জোবাইদা রহমান, শর্মিলা রহমান, তিন নাতনি ব্যারিস্টার জায়মা রহমান, জাহিয়া রহমান এবং জাফিয়া রহমানের সঙ্গে বাসায় দারুণ সময় কাটাচ্ছেন। তারা সবাই উনার পাশে রয়েছেন।
হাসিনাই খালেদাকে স্লো পয়জনিং দিয়ে হত্যার চেষ্টা করেছে উল্লেখ করে যুক্তরাজ্য বিএনপির এই সভাপতি বলেন, আল্লাহর অশেষ মেহেরবানী। হাসিনার পরিকল্পনা বাস্তবায়ন হয়নি।
তিনি বলেন, হাসিনা যখন লন্ডনে আসেন তখন তিনি ঘোষণা করেছিলেন খালেদা জিয়াকে হত্যার। আল্লাহ বলেছেন, এর চেয়ে বড় পরিকল্পনাকারী আমি খোদ আল্লাহ। আল্লাহর পরিকল্পনায় হাসিনার পতন হয়েছেন, খালেদা জিয়ার উত্থান হয়েছে।
বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতি নিয়ে দলীয় নেত্রীর সঙ্গে যুক্তরাজ্য বিএনপি’র নেতাদের কোনো ধরনের আলাপ-আলোচনা হয়নি উল্লেখ করে এমএ মালেক বলেন, ‘আমরা এ বিষয়ে কোনো কথাবার্তা বলবোও না। কারণ, রাজনীতিতে উনার অনেক সোর্স রয়েছে, এ ব্যাপারে উনি অনেক ব্রিফ পান। তাছাড়া, বাংলাদেশ ও বাংলাদেশের আপামর জনতার প্রতি তাঁর দৃষ্টি সবসময়ই সজাগ রয়েছে।’
প্রসঙ্গত, বাংলাদেশ সময় বুধবার (৮ জানুয়ারি) বিকেলে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান খালেদা জিয়া। এ সময় তাকে স্বাগত জানাতে তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পুত্রবধূ জোবাইদা রহমান বিমানবন্দরে উপস্থিত হন।
৭৯ বছর বয়সী সাবেক এ প্রধানমন্ত্রী দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন।
এ ইউ/