সৌদি প্রো লিগে হতাশাজনক সময় কাটানোর পর ব্রাজিলে পুরনো ঠিকানায় ফিরেছেন নেইমার। তবে এখনও পুরোপুরি ছন্দে আসেননি এই তারকা ফরোয়ার্ড। নিজেই জানালেন, কবে আবার সর্বোচ্চ ফিটনেসে ফিরতে পারবেন।
২০২৩ সালে বিশাল অঙ্কের চুক্তিতে আল-হিলালে যোগ দিলেও মাত্র সাত ম্যাচ খেলেই হাঁটুতে গুরুতর চোট পান নেইমার। দীর্ঘ পুনর্বাসন শেষে মাঠে ফিরলেও আবারও পেশির চোটে পড়েন। শেষ পর্যন্ত, ক্লাবের সঙ্গে চুক্তি বাতিল করে ফিরে আসেন সান্তোসে, যেখানে তার ফুটবল ক্যারিয়ারের শুরু।
সান্তোসের হয়ে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছেন ৩৩ বছর বয়সী নেইমার। তবে এখনো জয়ের দেখা পাননি—দুটি ড্র ও এক পরাজয়। নিজেকে পুরোপুরি ফিট করতে সময় নিচ্ছেন সাবেক বার্সেলোনা ও পিএসজি তারকা।
নেইমার বলেছেন, ‘ধীরে ধীরে ভালো অনুভব করছি। আজকের ম্যাচে আগের চেয়ে ভালো লেগেছে। তবে হুট করেই ফিটনেস ফিরে পাওয়া সম্ভব নয়। দুই-তিন ম্যাচের মধ্যে ১০০% ফিরে আসব।’
নেইমার এখনো ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডের মালিক এবং লক্ষ্য রাখছেন ২০২৬ বিশ্বকাপে খেলার দিকে। তবে ক্লাব পর্যায়ে তাঁর ভবিষ্যৎ অনিশ্চিত। মেসির সঙ্গে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার গুঞ্জন শোনা গেলেও এখনো কিছু নিশ্চিত নয়।