বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০ বিজিবির নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত টাস্কফোর্স অভিযান চালানো হয়। গতকাল বুধবার বিকেলে রসুলপুর রেলওয়ে স্টেশনে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার রতন কুমার দত্তের উপস্থিতিতে বিজিবি এবং পুলিশের সমন্বয়ে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৪ লাখ ২ হাজার ৫৭৫টি বিভিন্ন ধরনের ভারতীয় বাজি ও ৫৯ কেজি কিশমিশ জব্দ করা হয়।
জব্দ করা ভারতীয় পণ্যের বাজারমূল্য প্রায় ৮৭ লাখ ১৫ হাজার টাকা। এসব অবৈধ দ্রব্যসামগ্রী বিধি মোতাবেক কাস্টমসে জমা করা হবে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল এ এম জাহিদ পারভেজ।