নতুন রাজনৈতিক দল আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রথম জাতীয় কাউন্সিল গত ১১ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলে মজিবুর রহমান মঞ্জু দলটির চেয়ারম্যান এবং ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সাধারণ সম্পাদক হয়েছেন। আসাদুজ্জামান ফুয়াদ সামাজিক যোগাযেগের মাধ্যমে বেশ আলোচিত ব্যক্তিত্ব।
তাকে নিয়ে সম্প্রতি একটি দৈনিক পত্রিকার লোগোসহ সংবাদ প্রতিবেদনের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। প্রতিবেদনটির শিরোনামে লেখা, ‘র্যাবের অভিজানে পতিতা সর্দার সহ চার পতিতা গ্রেফতার।’ (বানান অপরিবর্তিত)
ছবিতে দুই পাশে দুইজন র্যাব সদস্য ৪ জন নারীর সঙ্গে লুঙ্গি ও শার্ট পরা টাক মাথার এক ব্যক্তিকে দেখা যাচ্ছে। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ হিসেবে তাঁর পরিচয় দেওয়া হয়েছে। দৈনিক নয়া দিগন্তের লোগোসহ প্রতিবেদনটি ২০০৯ সালের ২৩ সেপ্টেম্বর প্রকাশিত বলে উল্লেখ করা হয়েছে।
‘জাতীয়তাবাদী অনলাইন ফোরাম’ নামের ফেসবুক পেজ থেকে গতকাল বুধবার বিকাল ৫টা ২২ মিনিটে প্রকাশিত পোস্টটি সবচেয়ে বেশি ছড়িয়েছে। পোস্টের ক্যাপশনে লেখা, ‘যৌন ব্যবসায়ী ফুয়াদ এখন রাজনীতিবিদ’ (বানান অপরিবর্তিত)
আজ বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত ওই পোস্টে ১৭ হাজার রিঅ্যাকশন এবং ২ হাজার ২০০ কমেন্ট পড়েছে। পোস্টটি শেয়ার হয়েছে ৪ হাজার ১০০ বার। অনেকে ‘ছবিটি এডিটেড’ বলে কমেন্ট করেছেন। অনেকে সত্য মনে করে কমেন্ট করেছেন। কেউ কেউ প্রকৃত তথ্য জানতে চেয়েছেন। কামরুজ্জামান নাহিদ (Kamruzzaman Nahid) নামের অ্যাকাউন্টের কমেন্টে লেখা হয়েছে, ‘এই ফুয়াদ এটা ধান্দাবাজ তা তার কথাতেই বোঝা যায়।’
মো. ইউসুফ (MD Yousef) নামে একটি অ্যাকাউন্ট, বাংলাদেশ আওয়ামী লীগ নামের একটি ফেসবুক গ্রুপে শাহিনুর আলম (Shahinur Alam) নামে ফেসবুক অ্যাকাউন্ট এবং বাংলাদেশ ছাত্রলীগ নামে একটি ফেসবুক গ্রুপে আহমেদ আরফান নামে অ্যাকাউন্ট থেকে একই ক্যাপশনে ছবিটি পোস্ট করা হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া প্রতিবেদনের ছবিটি রিভার্স ইমেজ সার্চ করা হলে ধুমকেতু নিউজ নামে একটি অনলাইন পোর্টালে ছবিটি পাওয়া যায়। প্রতিবেদনটি ২০২১ সালের ২০ জুনে প্রকাশিত হয়। প্রতিবেদনে থাকা ছবির দুই পাশে দুজন র্যাব সদস্য, মাঝখানে ৪ জন নারী এবং এক যুবককে লুঙ্গি ও শার্ট পরা অবস্থায় ছবিটির সঙ্গে ছড়িয়ে পড়া ছবির সাদৃশ্য পাওয়া যায়। তবে কোনো ছবিতে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ হিসেবে দাবি করা ব্যক্তিটির মুখমণ্ডল স্পষ্ট বুঝা যাচ্ছে না, বেশ ঝাপসা ছিল।
প্রয়তিবেদন থেকে জানা যায়, সেই সময় র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল ‘অবৈধ কাজে’ যুক্ত তিন নারী যৌনকর্মী এবং জোবাইদা খাতুন ও জাহাঙ্গীর আলম নামে দুই জন যৌন কারবারীকে গ্রেপ্তার করে। শেষের দুজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার চৌডালা। বিটিসি নিউজ নামে আরেকটি অনলাইন পোর্টাল বিটিসি নিউজেও একই তথ্যে একই ছবি পাওয়া যায়।
সব প্রতিবেদনেই ছবিতে থাকা একমাত্র গ্রেপ্তার ব্যক্তিটির ছবির সঙ্গে নয়া দিগন্তের লোগোসহ ছড়িয়ে পড়া প্রতিবেদনের ছবির ব্যক্তির সঙ্গে মিল পাওয়া যায়নি। আগের প্রতিবেদনগুলোতে থাকা ছবির মধ্যে থাকা ব্যক্তির পরনে ছিল লুঙ্গি ও চেক শার্ট। লোকটির মাথায় চুল আছে এবং তাঁর মুখে দাড়ি নেই। অন্যদিকে নয়া দিগন্তের প্রতিবেদন দাবিতে ছড়ানো ছবিতে থাকা ব্যক্তির পরনে লুঙ্গি ও চেক শার্ট থাকলেও, তার টাক মাথা ও মুখে দাঁড়ি দেখা যাচ্ছে।
দৈনিক নয়া দিগন্ত ‘র্যাবের অভিজানে পতিতা সর্দার সহ চার পতিতা গ্রেফতার’ এই শিরোনামে এমন কোনো সংবাদ প্রতিবেদন প্রকাশ করেছে কিনা তা জানার চেষ্টা করে আজকের পত্রিকা ফ্যাক্টচেক বিভাগ। ছড়িয়ে পড়া প্রতিবেদনটিতে থাকা ২৩ সেপ্টেম্বর ২০০৯ তারিখ উল্লেখ করে শিরোনামটি গুগলে সার্চ করলে নয়া দিগন্তে এমন কোনো প্রতিবেদন পাওয়া যায়নি। পাশাপাশি সংবাদ মাধ্যমটির ইপেপারের ওয়েবসাইটে এই তারিখে কোনো সংবাদ পাওয়া যায়নি।
বিষয়টি অধিকতর নিশ্চিত করার জন্য আজকের পত্রিকা ফ্যাক্টচেক বিভাগের পক্ষ থেকে সংবাদ মাধ্যমটির অনলাইন সাব-এডিটর আতাউর রহমানের সঙ্গে কথা হয়। হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়া প্রতিবেদনটি তাঁর সঙ্গে শেয়ার করলে তিনি জানান, নয়া দিগন্ত এমন কোনো সংবাদ প্রকাশ করেনি।
এছাড়া ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের পতিতা ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়ে গুগলে সার্চ করে এই বিষয়ে দেশি গণমাধ্যমে কোনো তথ্য পাওয়া যায় নি।
সুতরাং, এবি পার্টির ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের ‘পতিতা ব্যবসার সঙ্গে জড়িত’ থাকার দাবিতে দৈনিক নয়া দিগন্তের প্রতিবেদনটি সত্য নয়। প্রকৃতপক্ষে, ২০২১ সালে র্যাবের অভিযানে গ্রেপ্তারের ঘটনায় সংবাদ মাধ্যমে প্রকাশিত একটি ছবি এডিট করে আসাদুজ্জামান ফুয়াদের মতো দেখতে মুখমণ্ডল বসিয়ে দৈনিক নয়া দিগন্তের প্রতিবেদন দাবিতে ছড়ানো হয়েছে।