অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনেও নাই, দেশ পরিচালনায়ও ব্যর্থ। তারা শুধু সংস্কার নিয়ে ব্যস্ত বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকালে লালমনিরহাট রেলওয়ে মাঠে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
গয়েশ্বর চন্দ্র বলেন, দ্রব্যমূল্যের দাম বর্তমান লাগামহীন কিন্তু যারা উৎপাদন করে তারা ন্যায্যমূল্য পায় না। বাজার ব্যবস্থার সিন্ডিকেট এখনও রয়েছে। এই সিন্ডিকেট নির্মূল আমরা দেখিনা।
তিনি বলেন, আন্দোলন হয়েছে এক দফা, ফ্যাসিবাদের পতন। কেন? সুষ্ঠু একটি অবাধ নির্বাচন। আমার ভোট আমি দেব যাকে খুশি দেব। এই ১৬ বছর কিসের জন্য আন্দোলন করেছি আমরা? কেন এত শহীদ? কেন এতজনের জীবন বিসর্জন দিতে হলো। জেল-জুলুম কোনো কিছুতেও আমরা পিছপা হয়নাই। বিএনপিকে নির্মূলের ষড়যন্ত্র হয়েছিল উলটা বিএনপি আরও শক্তিশালী হয়েছি।
জনসমাবেশে জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, আব্দুল খালেকসহ জেলা ও বিভিন্ন উপজেলার বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।
এস এইচ/