একদিকে সাবিনা খাতুনদের বিদ্রোহ, অন্যদিকে কোচ পিটার বাটলার অনুশীলন চালিয়ে যাচ্ছেন। আজ অনুশীলনে বেশ ফুরফুরে মেজাজে দেখা গেল বাংলাদেশ নারী ফুটবল দলের কোচকে। বিকেলে বঙ্গবন্ধু স্টেডিয়ামের প্রধান ফটক দিয়ে বের হওয়ার সময় তাঁর মুখে মিষ্টি হাসি।
ইংলিশ কোচের এমন খোশমেজাজের কারণ অনুশীলনের দারুণ পরিবেশ আর দিন দিন মেয়েদের উন্নতি। এ বিষয়ে পিটার প্রথম আলোকে বলেন, ‘আমাদের অনুশীলন খুব ভালো চলছে। আমিরাত ম্যাচ নিয়ে মেয়েরা বেশ আত্মবিশ্বাসী। ওরা প্রতিদিনই উন্নতি করছে। অনুশীলনের পরিবেশও দারুণ। আমি সত্যি আনন্দিত। দলে এমন একটা পরিবেশই চেয়েছিলাম।’