Homeবিনোদনদোভাষী কিয়ারা আদভানি | কালবেলা

দোভাষী কিয়ারা আদভানি | কালবেলা


বলিউডের কাবির সিং খ্যাত অভিনেত্রী কিয়ারা আদভানির কন্নড় ইন্ডাস্ট্রিতে অভিষেক হতে যাচ্ছে। ছবির নাম ‘টক্সিক’। গীতু মোহনদাস পরিচালিত এই ছবিতে তার বিপরীতে থাকবেন দক্ষিণী সুপারস্টার যশ। এটি কিয়ারার ক্যারিয়ারের প্রথম দ্বিভাষিক সিনেমা, যেখানে তিনি ইংরেজি ও কন্নড় দুই ভাষাতেই সংলাপ বলবেন। খবর : ফিল্মফেয়ার

‘টক্সিক’ সিনেমায় যশ ও কিয়ারার পাশাপাশি অভিনয় করছেন ড্যারেল ডি’সিলভা, নয়নতারা, হুমা কুরেশিসহ আরও অনেকে। বর্তমানে বেঙ্গালুরুতে চলছে ছবির শুটিং, যেখানে নির্মাতারা দ্বিভাষিক সংলাপের ধারণা বাস্তবায়ন করছেন। কিয়ারা-যশের এই নতুন জুটি নিয়ে দর্শকদের মাঝে ইতিমধ্যেই উত্তেজনা দেখা দিয়েছে।

সিনে-বিশ্লেষকদের মতে, ‘টক্সিক’ কিয়ারার ক্যারিয়ারে নতুন দিগন্ত উন্মোচন করবে। বলিউডে একের পর এক হিট সিনেমার পর এবার দক্ষিণী সিনেমায় নিজের দক্ষতা প্রমাণের সুযোগ পাচ্ছেন তিনি। সবকিছু ঠিক থাকলে সিনেমাটি ২০২৫ সালের ১০ এপ্রিল মুক্তি পাবে।

কিয়ারাকে সবশেষ দেখা যায় এ বছরের জানুয়ারিতে মুক্তি পাওয়া গেম চেঞ্জার সিনেমায়। যেখানে তিনি রাম চরণের বিপরীতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন। ভারতীয় রাজনৈতিক প্রেক্ষাপটের ওপর ভিত্তি করে নির্মিত এই সিনেমাটি পরিচালনা করেছে এস শঙ্কর।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত