চাঁদপুরের মতলব উত্তরে রহিমা বেগম (৭২) নামের এক বৃদ্ধা ৪ ফেব্রুয়ারি স্বামীর বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি। স্বজনেরা অনেক খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে ৫ ফেব্রুয়ারি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। আজ বুধবার বিকেলে উপজেলার তালতলী এলাকায় একটি পুকুর থেকে তাঁর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রহিমা বেগমের স্বামীর বাড়ি উপজেলার ছেংগারচর পৌরসভার তালতলী এলাকায়। ওই এলাকার মৃত আবদুর রাজ্জাক ঢালীর স্ত্রী তিনি। রহিমা বেগম কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন।