Homeবিনোদনআসছে অর্থহীনের সলো কনসার্ট | কালবেলা

আসছে অর্থহীনের সলো কনসার্ট | কালবেলা


সাইবারপাঙ্ক বৈজ্ঞানিক কল্পকাহিনির এমন একটি স্থান যেখানে সাধারণত ভবিষ্যৎ মানবসমাজকে দাঁড় করানো হয় কাল্পনিক প্রযুক্তির সামনে। এবার তেমনই একটি থিম নিয়ে প্রথমবারের মতো সলো কনসার্ট করতে চলেছে ব্যান্ড অর্থহীন। কনসার্টটির শিরোনাম ‘অর্থহীন ২০৭৭: এ সাইবারপাঙ্ক ওডিসি’।

ব্যান্ডের পক্ষ থেকে জানানো হয়, নিয়ন বিশৃঙ্খলা, হোলোগ্রাফিক স্বপ্ন আর বাস্তবতা কাঁপানো বেজলাইন নিয়ে নতুন করে ভবিষ্যৎধর্মী আবহে কনসার্টে ফিরছে বাংলাদেশি ব্যান্ড অর্থহীন। সবাই প্রস্তুত হন এক উচ্চগতির সাইবারপাঙ্ক যাত্রার জন্য, যেখানে বেজবাবা সুমন তার কিংবদন্তি ব্যান্ড অর্থহীনের সঙ্গে মঞ্চ কাঁপাবেন এক অবিস্মরণীয় একক পারফরম্যান্সে।

এটি শুধুই একটি কনসার্ট নয়—এটি এক অনন্য অভিজ্ঞতা, যেখানে সংগীত, প্রযুক্তি ও বিদ্রোহ একই সূত্রে গাঁথা থাকবে। ২৮ ফেব্রুয়ারি আলোকি, তেজগাঁওয়ে এ কনসার্টটি অনুষ্ঠিত হবে। গেট সেট রকের অফিসিয়াল সাইট ও অ্যাসেনবাজের উদ্যোগে কনসার্টটি আয়োজন করা হয়েছে।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত