মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার এক ফেসবুক পোস্টকে ঘিরে সমালোচনার ঝড় উঠেছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) তিনি ফেসবুক পোস্টে লেখেন, “জুলাই-আগস্ট শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা রেখে এ বছর যেন কোনও ভ্যালেন্টাইন দিবসের তামাশা না হয়।” সমালোচনার শুরু সেখান থেকেই।
সমালোচকরা মনে করছেন, এই স্ট্যাটাস দেশে চলমান “মব”কে ভিন্ন বার্তা দেওয়ার শঙ্কা তৈরি করে। যদিও স্ট্যাটাসে কমেন্ট সেকশনে সমালোচনার উত্তরে উপদেষ্টা জানান, এই কথা বলার জন্য আমাকে এক শহীদ পরিবারের পক্ষ থেকে বলা হয়েছিল।
স্ট্যাটাসটা দেওয়ার সাথে সাথে এটি ছড়িয়ে পড়ে। শেয়ারদাতারা বেশিরভাগই বলছেন, নারীবাদী হিসেবে নিজেকে দাবি করা ব্যক্তির এ ধরনের নিষেধাজ্ঞা জারি না করে বরং ক্ষমতায় থেকে উদ্যোগ নেওয়া উচিত এই দিবসে কীভাবে নারী, পুরুষ এবং অন্য জেন্ডার পরিচিতির মানুষ তার ভালোবাসার অভিব্যক্তি নির্বিঘ্নে, নিরাপদ পরিবেশে বিনিময় করতে পারে। অনেকে তার এই অবস্থান ও ঘোষণার কারণে বিস্ময় প্রকাশ করেছেন।
জুলাই আন্দোলনে সক্রিয় অনেকে সেই পোস্টের কমেন্ট সেকশনে প্রশ্ন তুলছেন, কেউ যদি ভ্যালেন্টাইন ডে পালন করতে চায় আর সরকার বা যেকোনও গোষ্ঠী যদি তাতে বাধা দেয় সেটাও তো ফ্যাসিবাদী আচরণ।
কেন তিনি এমন আহ্বান জানালেন প্রশ্নে কমেন্ট সেকশনে ফরিদা আখতার লেখেন, “আপনি পালন করতে চান করেন, কিন্তু শহীদ এবং আহতদের নিয়ে বিরূপ মন্তব্য করবেন না। আপনাদের জানাই, এই কথা বলার জন্য আমাকে এক শহীদ পরিবারের পক্ষ থেকে বলা হয়েছিল।”