Homeজাতীয়বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে চালু হতে যাচ্ছে সরাসরি ফ্লাইট

বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে চালু হতে যাচ্ছে সরাসরি ফ্লাইট


বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর আলোচনা শুরু হয়েছে। আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দপ্তরে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়ার সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এ বিষয়ে আলোচনা করেন ভিয়েতনামের রাষ্ট্রদূত নিউয়েন ম্যান চোং।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে সরাসরি ফ্লাইট চালু, গ্রাউন্ড সার্ভিস বিষয়ক চুক্তি এবং এভিয়েশন সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সমঝোতা স্মারক সইয়ের বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি, এভিয়েশন খাতে দুই দেশের পারস্পরিক সহযোগিতা কীভাবে আরও সম্প্রসারিত করা যায়, সে বিষয়েও আলোচনা হয়।

এ সময় ভিয়েতনাম দূতাবাসের প্রতিনিধি, ভিয়েতনাম এয়ারলাইনসের মনোনীত ফ্লাইপোর্ট লিমিটেডের স্থানীয় প্রতিনিধি ও বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত