Homeজাতীয়সার্ভার জটিলতায় সেবা বন্ধ: সরকার হারাচ্ছে রাজস্ব, ভোগান্তিতে জনসাধারণ 

সার্ভার জটিলতায় সেবা বন্ধ: সরকার হারাচ্ছে রাজস্ব, ভোগান্তিতে জনসাধারণ 


ভূমি মন্ত্রণালয়ের অধীনে অনলাইন জমাখারিজ, নামজারি, খতিয়ান, খাজনা দাখিলার আবেদনে সার্ভার জটিলতার কারণে সেবা বন্ধ হয়ে সরকার হারাচ্ছে রাজস্ব, ভোগান্তি পোহাচ্ছে জনসাধারণ! গত কয়েক মাস ধরে অনলাইনে এসব সেবা বন্ধ থাকায় সীমাহীন র্দূভোগ পোহাতে হচ্ছে সেবা প্রত্যাশীদের। 

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে গিয়ে দেখা যায়, উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত সেবা গ্রহিতারা কোন ধরনের সেবা না পেয়ে ফিরিয়ে যাচ্ছে।

এসময় পরকোট ইউনিয়নের ফাতেমা বেগম নামে এক বৃদ্ধ নারী জানান, তিনি বিগত ৬ মাস পূর্বে পৈত্রিক সম্পত্তির মালিকানার দাবিতে মিসকেইস করেন। মিসকেইসের আদেশ পাওয়া গেলেও সার্ভার জটিলতার কারণে তিনি খতিয়ানের আবেদন করতে পারছেন না এবং ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধ করা যাচ্ছে না। 

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আকিব ওসমান জানান, কারিগরি ত্রুটির কারণে গত এক মাস থেকে জনসাধারণ সেবা বঞ্চিত হচ্ছে। সার্ভার আপডেট হওয়ার আগে অনলাইন সেবা দেওয়া যাচ্ছে না। তবে তিনি আশা করেন, খুব দ্রুত এই সমস্যার সমাধান হবে। 

চাটখিল উপজেলা দলিল লেখক সমিতির আহ্বায়ক আবদুল মতিন জানান, ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধ ব্যতীত জমি ক্রয়-বিক্রয় সংক্রান্ত দলিল রেজিস্ট্রেশন করা যায় না। কিন্তু সার্ভার বন্ধ থাকায় লোকজন ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধ করতে পারছে না।

এছাড়াও জমাখারিজ, নামজারিসহ অনলাইনের কোন সেবা পাওয়া যাচ্ছে না। ফলে মানুষের হয়রানির শেষ নেই। 





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত