Homeঅর্থনীতিবেপজায় চীনা প্রতিষ্ঠানের ১০ মিলিয়ন ডলারের বিনিয়োগ

বেপজায় চীনা প্রতিষ্ঠানের ১০ মিলিয়ন ডলারের বিনিয়োগ


চীনা প্রতিষ্ঠান আনথানটে বাল্ক ব্যাগ লিমিটেড বেপজা অর্থনৈতিক অঞ্চলে কনটেইনার ব্যাগ তৈরির কারখানা স্থাপনে ১০ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে। এ লক্ষ্যে সম্প্রতি ঢাকার বেপজা নির্বাহী দপ্তরে প্রতিষ্ঠানটির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।

বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তা ও আনথানটে বাল্ক ব্যাগ লিমিটেডের প্রতিনিধিরা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। চুক্তিতে বেপজার পক্ষে সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর এবং চীনা প্রতিষ্ঠানের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মা শিয়াওমিং স্বাক্ষর করেন।

কারখানাটি বার্ষিক ২৮ লাখ ফ্লেক্সিবল ইন্টারমিডিয়েট বাল্ক কনটেইনার ব্যাগ, বাল্ক ব্যাগ, ওভেন ও নন-ওভেন ব্যাগ তৈরি করবে, যা ১ হাজার ১৫০ বাংলাদেশির কর্মসংস্থান তৈরি করবে।

বেপজাকে বিনিয়োগের জন্য বেছে নেওয়ায় বেপজার নির্বাহী চেয়ারম্যান আনথানটে বাল্ক ব্যাগ লিমিটেডকে ধন্যবাদ জানান এবং বিনিয়োগকারীদের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

চীনা কোম্পানিটি মাঝারি ও উচ্চ গ্রেডের কনটেইনার ব্যাগ তৈরি করে মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আমেরিকায় রপ্তানি করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেপজার সদস্য (প্রকৌশল) মো. ইমতিয়াজ হোসেন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন, নির্বাহী পরিচালক (প্রশাসন) মো. তাজিম-উর-রহমান, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ এস এম আনোয়ার পারভেজ এবং আনথানটে বাল্ক ব্যাগ লিমিটেডের প্রতিনিধিরা।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত