আরও তিনটি মিল যাচ্ছে বেসরকারি খাতে
খুলনা প্রতিনিধি
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০১: ০২
ছবি: পিআইডি
কুড়িগ্রামের বন্ধ সরকারি টেক্সটাইল মিলটি বেসরকারি খাতে লিজ দেওয়া হয়েছে, যা বিনিয়োগকারীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করেছে। চলতি সপ্তাহে আরও তিনটি মিল লিজ দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছেন বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। গতকাল সোমবার খুলনার দৌলতপুর জুট মিল পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
শেখ বশিরউদ্দীন বলেন, সরকারি ব্যবস্থাপনায় পাটকল পরিচালনায় প্রতিবছর বিপুল লোকসান হয়েছে, কিন্তু দীর্ঘ মেয়াদে কাঙ্ক্ষিত সুফল আসেনি। তাই জুট ও টেক্সটাইল মিলগুলো ব্যক্তি খাতে হস্তান্তরের পরিকল্পনা করা হয়েছে। দেশে সব পাটকল চালু রাখতে বছরে প্রায় ৪০ লাখ টন পাট প্রয়োজন, যেখানে উৎপাদন মাত্র ১২ লাখ টন। সারা বিশ্বে বার্ষিক পাট উৎপাদনও মাত্র ২৫ লাখ টন। এই বাস্তবতায় শুধু পাটভিত্তিক শিল্পের ওপর নির্ভরশীলতা টেকসই নয়, তাই লিজপ্রাপ্ত কারখানাগুলোয় পাটজাত পণ্যের পাশাপাশি অন্যান্য শিল্পকারখানা স্থাপনের সুযোগ রাখা হয়েছে।