জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ২৩:৫৬, ১০ ফেব্রুয়ারি ২০২৫
আপডেট: ২৩:৫৭, ১০ ফেব্রুয়ারি ২০২৫
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।
অমর একুশে বইমেলায় ভারতে নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনের বই বিক্রি ঘিরে হট্টগোলের পরিপ্রেক্ষিতে ‘তৌহিদী জনতা’র উদ্দেশ্যে শেষ অনুরোধ জানিয়ে উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, এখন থেকে দলবদ্ধ বিশৃঙ্খলা বা ‘মব’ সৃষ্টি করা হলে তাদের শক্ত হাতে দমন করা হবে।
সোমবার (১০ ফেব্রয়ারি) তসলিমা নাসরিনের বই বিক্রি করা নিয় তৌহিদী জনতার নামে একদল ব্যক্তি ‘সব্যসাচী প্রকাশনীর’ স্টলে গিয়ে হট্টগোল সৃষ্টি করে, স্টলের লোকজনের ওপর মারমুখী হয়ে ওঠে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনার মধ্যে ‘তৌহিদী জনতা’ নামে যারা এই কাজ করেছেন, তাদের কড়া ভাষায় সকর্ত করে দিয়েছেন সরকার পতন আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহফুজ আলম।
ঘটনাটি নিয়ে শোরগোল শুরু হলে মাহফুজ তার ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লিখেছেন, “কথিত আন্দোলন আর মবের মহড়া আমরা এখন থেকে শক্ত হাতে মোকাবেলা করব। রাষ্ট্রকে অকার্যকর এবং ব্যর্থ প্রমাণের চেষ্টা করা হলে একবিন্দু ছাড় দেওয়া হবে না।”
‘তৌহিদী জনতার’ উদ্দেশে মাহফুজ বলেন, “অভ্যুত্থানের পক্ষে হলে মব করা বন্ধ করেন, আর যদি মব করেন, তাইলে আপনাদেরও ডেভিল (শয়তান) হিসেবে ট্রিট (গণ্য) করা হবে।”
বইমেলার ঘটনার কথা স্মরণ করিয়ে দিয়ে উপদেষ্টা লিখেছেন, “আজকের ঘটনার পর আর কোনো অনুরোধ করা হবে না।”
“জুলুম করা থেকে বিরত থাকেন, নইলে আপনাদের উপর জুলুম অবধারিত হবে। লা তাযলিমুনা ওলা তুযলামুনা- যুলুম করবেন না, যুলুমের শিকার ও হবেন না। এটাই আপনাদের কাছে শেষ অনুরোধ।”
এর আগেও মাজার ভাঙাসহ বিভিন্ন ঘটনায় ’মব’ বা বিশৃঙ্খল ঘটনার প্রতিবাদ করে এবং হুঁশিয়ারি করে পোস্ট দিয়েছেন মাহফুজ আলম।
ঢাকা/হাসান/রাসেল