অস্থিতিশীল পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলার অবনতি, অন্তর্বর্তী সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণে মুনশিয়ানা দেখাতে সরকার ব্যর্থ হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা আনার লক্ষ্যে দ্রুত নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করা প্রয়োজন।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে লিখিতভাবে দেওয়া ‘অন্তর্বর্তীকালীন সরকারের ছয় মাস, বিরাজমান রাষ্ট্র পরিস্থিতি বিষয়ে পরামর্শে’ বিএনপির মহাসচিব এসব কথা উল্লেখ করেন। সোমবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে পরামর্শের একটি অনুলিপি গণমাধ্যমকর্মীদের দেন বিএনপির মহাসচিব।
এতে বলা হয়, সামাজিক নৈরাজ্য বিস্তারের ফলে গণ-অভ্যুত্থানের জন–আকাঙ্ক্ষা ম্রিয়মাণ হতে শুরু করেছে। পতিত ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি ঘোষণার মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে। দেশের বাইরে থেকে ফ্যাসিস্ট হাসিনা এই তৎপরতা চালাচ্ছেন। গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ায় আনা দরকার।