রুয়েট সংবাদদাতা || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ২২:৫৮, ১০ ফেব্রুয়ারি ২০২৫
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে ভর্তির প্রাক-নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল এডমিশন ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়েছে।
এ বছর প্রাক-নির্বাচনী পরীক্ষায় তিন শিফটে মোট ৮ হাজার ২ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্যে প্রথম শিফট থেকে ২ হাজার ৬৯২ জন, দ্বিতীয় শিফট থেকে ২ হাজার ৬৬৮ জন এবং তৃতীয় শিফট থেকে ২ হাজার ৬৪২ জন নির্বাচিত হয়েছেন।
গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রুয়েটে অনুষ্ঠিত তিন শিফটের পরীক্ষায় মোট ১৯ হাজার ৯১৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। উত্তীর্ণ পরীক্ষার্থীরা আগামী ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
পুরকৌশল, যন্ত্রকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদগুলোর অধীনে মোট ১৪টি বিভাগে স্নাতক শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। এবারের ভর্তি পরীক্ষায় সংরক্ষিতসহ মোট আসন ১ হাজার ২৩৫টি। সংরক্ষিত আসনে রয়েছে- বান্দরবান জেলার অধিবাসীদের জন্য একটি, পার্বত্য জেলা ও অন্যান্য এলাকার উপজাতি/ক্ষুদ্র জাতিসত্বা/নৃ-গোষ্ঠীর জন্য চারটি।
চূড়ান্তভাবে নির্বাচিত ও অপেক্ষমাণ তালিকায় থাকা প্রার্থীদের তালিকা আগামী ৮ মার্চ প্রকাশ করা হবে। উত্তীর্ণ প্রার্থীদের তালিকা দেখার জন্য লিংকে ক্লিক করার জন্য বলা হয়েছে।
ঢাকা/মাহাফুজ/মেহেদী