Homeরাজনীতিসেনাবাহিনীকে সর্বাত্মক সহযোগিতার আহ্বান আমিনুল হকের

সেনাবাহিনীকে সর্বাত্মক সহযোগিতার আহ্বান আমিনুল হকের


সারা দেশে যৌথ বাহিনীর চলমান অভিযানকে স্বাগত জানিয়েছেন বিএনপি কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উওরের আহ্বায়ক আমিনুল হক। এই সময় চলমান অভিযানে সেনাবাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য নেতাকর্মীদের প্রতি  আহ্বান জানান তিনি।

রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর  তেজগাঁও পলিটেকনিক মাঠে তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপির কর্মীসভা ও রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সম্প্রতি সারা দেশে ভাঙচুর ও বিশৃঙ্খল ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানিয়ে আমিনুল হক অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে বলেন, সরকার গঠনের ৬ মাস পরে এই ধরনের ভাঙচুর কেন? আমরা তো একটি সভ্য জাতি। এর দায়ভার কে নেবে! এই দায়ভার আপনাদেরকেই (অন্তর্বর্তী সরকার) নিতে হবে। কারণ এই ধরনের বিশৃঙ্খলা আমরা জাতি হিসেবে কখনোই প্রত্যাশা করি না।

এসব বিশৃঙ্খলা দূর করতে নির্বাচনের দাবি জানিয়ে অন্তর্বর্তী সরকারকে তিনি বলেন, আপনারা সংস্কার করুন, তবে যৌক্তিক সময়ের ভেতরে করুন। বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা— একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন। সেই নির্বাচনটি যত দ্রুত দেওয়া হবে, তা সবার জন্যই মঙ্গল।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফার যে রূপরেখা দিয়েছেন, সেই রূপরেখা পরিপূর্ণভাবে বাস্তবায়ন তখনই সম্ভব, যখন একটি নির্বাচিত সরকার এদেশের জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করবে। সেই নির্বাচিত সরকার ৩১ দফার রূপরেখা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে পারবে বলে আমরা বিশ্বাস করি। 

শিল্পাঞ্চল থানা বিএনপি আহ্বায়ক আইনুল ইসলাম চঞ্চলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব, ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, মহানগর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক  মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক প্রমুখ।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত