Homeবিনোদনবিশ্বখ্যাতদের কাতারে শুভ | কালবেলা

বিশ্বখ্যাতদের কাতারে শুভ | কালবেলা


আমেরকিার গিটার ইফেক্ট ইউনিট প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়াম্পলার প্যাডেলস’র অফিসিয়াল শিল্পীর স্বীকৃতি পেলেন বাংলাদেশি ব্যান্ড ভাইকিংস’র লিড গিটারিস্ট ফারুক হোসেন। যিনি শুভ নামেই বেশি পরিচিত।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দক্ষিণ এশিয়ার প্রথম সংগীতশিল্পী হিসেবে ওয়াম্পলার প্যাডেলস’র এই অফিসিয়াল স্বীকৃতি পেলেন বাংলাদেশের এই গিটারিস্ট। যা শুধু ফারুকের অসাধারণ সংগীত প্রতিভারই প্রমাণ নয়, আন্তর্জাতিক সংগীতাঙ্গনেও তা বাংলাদেশকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে।

এ বিষয়ে ফারুক বললেন,“এই স্বীকৃতি শুধুমাত্র আমার জন্য নয়, এটি বাংলাদেশের সংগীতশিল্পীদের প্রতিভার স্বীকৃতি। আন্তর্জাতিক মঞ্চে দেশকে প্রতিনিধিত্ব করতে পারা সত্যিই গর্বের বিষয়। আমার ব্যান্ড ভাইকিংস, আমার পরিবার, বন্ধু এবং অগণিত ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের ভালোবাসা ও সমর্থন ছাড়া এই যাত্রা সম্ভব হতো না।”

ওয়াম্পলার প্যাডেলসের অফিসিয়াল ওয়েবসাইটে তালিকাভুক্ত হওয়ার মাধ্যমে ফারুক হোসেন এখন ব্র্যাড পেইসলি, ব্রেন্ট মেসনের মতো বিশ্বখ্যাত গিটারিস্টদের কাতারে যুক্ত হলেন। অনুরাগীদের ভাষ্য, তার হৃদয়গ্রাহী পারফরম্যান্স প্রতিষ্ঠানটির সংগীতশিল্পীদের দক্ষতা বাড়ানোর মূল লক্ষ্যের সঙ্গে পুরোপুরি মানানসই।

আমেরিকার ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের মার্টিনসভিলে অবস্থিত ওয়াম্পলার প্যাডেলস। ২০০৭ সালে ব্রায়ান ওয়াম্পলার প্রতিষ্ঠিত এই ব্র্যান্ড ইতিমধ্যেই ওভারড্রাইভ, ডিস্টর্শন, ফাজ ও মডুলেশন প্যাডেলের জন্য বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেছে। উঁচুমানের সাউন্ড আর সৃজনশীল ডিজাইনের জন্য বিশ্বের সেরা গিটারিস্টদের মাঝে ওয়াম্পলার প্যাডেলস একটি নির্ভরযোগ্য নাম।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত