আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, অযথা সময়ক্ষেপণ করে অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতায় থাকার বিন্দুমাত্র ইচ্ছে নেই। আর জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে প্রক্রিয়া বেগবান করার জন্য রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
সংস্কারগুলো করা হচ্ছে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, এই সরকারের অযথা ক্ষমতায় থাকার বিন্দুমাত্র ইচ্ছা নেই। আমরা অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য, রাষ্ট্র মেরামতের ফান্ডামেন্টাল শর্ত পূরণ করার জন্য, রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে যে সংস্কারগুলো জরুরি— তা করার সঙ্গে সঙ্গে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে আমরা চলে যেতে চাই। এতে দ্বিধা দ্বন্দ্বের কোনও অবকাশ নেই।
অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফেব্রুয়ারির মাঝামাঝি আলোচনা করতে আগ্রহী জানিয়ে ড. আসিফ নজরুল বলেন, তারা রাজি থাকলে রোজার মধ্যেও আলোচনা শুরু করবো। রাজনৈতিক দলগুলো দ্রুত নির্বাচন চান, মনে করি এটা তাদের অধিকার। দ্রুত বলতে কী, তা নির্দিষ্ট করে বলেনি কোনও দল। নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টার পক্ষে আমাদের প্রেস সচিব বারবার জানিয়েছেন। এই বছরের ডিসেম্বর অথবা ২০২৬ সালের জুনে নির্বাচন হতে পারে। কিন্তু বর্ষা মৌসুমের কারণে আরও দু-তিন মাস এগিয়ে এপ্রিল হতে পারে অথবা মার্চে হতে পারে। এটা প্রথম থেকে বলতেছি।
জুলাই ঘোষণাপত্র নিয়ে অগ্রগতি কতদূর জানতে চাইলে আসিফ নজরুল বলেন, জুলাই ঘোষণাপত্র বিএনপি একটা তৈরি করেছে। তারা আমাদের জানিয়েছে, বিএনপির জোট সঙ্গীদের দিয়েছে, তারা জোট সঙ্গীদের মতামতের ভিত্তিতে আবার ফাইনালাইজ হলে আমাদের ছাত্র নেতাদের সঙ্গে বসবে। তবে এই ব্যাপারে আমি বলতে চাই— আমাদের ছাত্র নেতারা যথেষ্ট সংযম, ধৈর্য্য ও সহনশীলতার পরিচয় দিচ্ছেন। আমি আশা করবো জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে যারা আছেন তারা এই প্রক্রিয়া একটু বেগবান করার চেষ্টা করবেন। কারণ এটা কোনও আইনি দলিল না। এটা আমাদের ঐক্যের দলিল, রাজনৈতিক দলিল।