কথিত ছাত্র সমন্বয়কদের ধারাবাহিক সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে গাজীপুরবাসীর প্রতিরোধ অভিযান সফল হয়েছে।
গতকাল রাতে গাজীপুরে সমন্বয়ক মব সন্ত্রাসী ও তাদের সঙ্গীরা জঙ্গী হামলার ধারাবাহিকতায় মুক্তিযোদ্ধা মন্ত্রী মোজাম্মেল হক সাহেব বাড়িসহ স্থানীয় আওয়ামীলীগ নেতাদের বাড়িতে হামলার চেষ্টা চালায়।
সন্ত্রাসিরা বাংলাদেশেরে অন্যান্য স্থানে হামলা করার ক্ষেত্রে যতটা সফল হয়েছিল কিন্তু গাজিপুরে সে সফলতা অর্জন করতে পারেনি।তারা গাজীপুরবাসীর কাছে প্রবল প্রতিরোধের শিকার হয়েছে এবং তাদের সে অভিযান ব্যর্থ হয়েছে।
গাজীপুর বাসীর প্রবল প্রতিরোধে হামলাকারীদের দশ / বারোজন নিহত হবার সংবাদ পাওয়া গিয়েছে। বিস্তারিত আর কিছু জানা যায়নি তবে আহতদের অনেককেই স্থানীয় চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা নেওয়ার অনেক ভিডিও চিত্র শ্যোসাল মিডিয়ায় ভাইরাল হতে দেখা গিয়েছে যারা তথাকথিত সমন্বয়কদের দলের মানুষ। স্থানীয়দের প্রতিরোধে ভীতসন্ত্রস্ত হয়ে তাদের আজকের কর্মসূচী স্থগতি করে গাজিপুর ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। লোকাল প্রশাসন এই ঘটনাকে কথিত ছাত্রজনতার উপর গাজিপুরের সন্ত্রাসীদের আক্রমন বলে আখ্যায়িত করার চেষ্টা চালায়।
খবরে জানা গেছে, স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে যৌথবাহিনীর অভিযানের কথা ঘোষণা দিয়েছে যার নাম দিয়েছে “অপারেশন ডেভিল হান্ট”। কিন্তু গাজীপুরবাসী জানিয়েছে, তাদের অবস্থান ধরে রেখে যেকোনো আঘাত প্রতিহত করতে তারা সবসময় প্রস্তুত।তারা কারো কাছেই মাথা নোয়াতে রাজী নয়।তারা শান্তিপূর্ণ যেকোনো সামাজিক এবং রাজনৈতিইতি কর্মকাণ্ড চালিয়ে যেতে কোন প্রকার বাধা প্রদান করবে না কিন্তু কোন নৈরাজ্য সৃষ্টিকারীদের তারা বরদাস্ত করবেনা।