Homeদেশের গণমাধ্যমেআগামীতে বিদেশি ক্রিকেটারদের দায়িত্ব নেবে বিসিবি

আগামীতে বিদেশি ক্রিকেটারদের দায়িত্ব নেবে বিসিবি


ফরচুন বরিশালের চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে শেষ হয়েছে বিপিএলের ১১তম আসর। এই আসরে সবচেয়ে বেশি আলোচিত ইস্যু পারিশ্রমিক। দুর্বার রাজশাহী সময়মতো পারিশ্রমিক না দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। বিদেশি ক্রিকেটাররা যথাসময়ে পারিশ্রমিক না পেয়ে ম্যাচও বয়কট করেছিলেন। এমনকি দেশে ফেরার বিমান টিকিটও তারা যথা সময়ে পাননি। সবমিলিয়ে বিপিএলের ভাবমূর্তি বিদেশি ক্রিকেটারদের কাছে অনেকটাই ক্ষুণ্ন হয়েছে। এমন পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নতুন উদ্যোগ নিয়েছে। আগামী আসর থেকে বিসিবি বিপিএলে অংশ নেওয়া বিদেশিদের ব্যবস্থাপনা নিজেরাই করবে। 

শুক্রবার এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, ‘লজিস্টিক সাপোর্ট, ফ্র্যাঞ্চাইজিগুলোর অর্থনৈতিক প্রটোকল, খেলোয়াড়দের স্বার্থ রক্ষা এবং অর্থ প্রদান প্রক্রিয়া থেকে শুরু করে সবকিছুই বিসিবি দেখভাল করবে। বিপিএল ড্রাফট থেকে স্বাক্ষরিত সকল আন্তর্জাতিক খেলোয়াড়ের চুক্তি এবং ম্যাচ ফির দায়িত্ব বিসিবি গ্রহণ করবে এবং যথাসময়ে স্বচ্ছতার সঙ্গে পরিশোধের বিষয়টি নিশ্চিত করা হবে।’

পাশাপাশি বিপিএল শেষে বিদেশি খেলোয়াড়দের নিজ নিজ গন্তব্যে ফেরার জন্য সমস্ত লজিস্টিক ব্যবস্থাও তদারকি করবে বোর্ড। এছাড়া পারিশ্রমিক পরিশোধ প্রক্রিয়া সহজ করতে এবং অর্থনৈতিক প্রোটোকল নিশ্চিত করতে ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

বিসিবির বিবৃতিতে বোর্ড সভাপতি ফারুক আহমেদ বলেছেন, ‘এ ধরনের উদ্যোগ বিপিএলে স্বচ্ছতা বজায় রাখতে, স্থানীয় ও আন্তর্জাতিক সব ক্রিকেটারদের জন্য একটি পেশাদার অভিজ্ঞতা দেওয়ার ব্যাপারে বিসিবির প্রতিশ্রুতিকে প্রমাণ করে। অর্থিক ও পরিচালনার ক্ষেত্রকে আরও শক্তিশালী করতে বিসিবি বাকি অংশীদারদের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাবে।’





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত