Homeবিনোদনডেটিং অ্যাপসে ভরসা নেই

ডেটিং অ্যাপসে ভরসা নেই


মালয়ালম ও তামিল ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী পার্বতী থিরুভতু। ২০০৬ সালে ‘আউট অব সিলেবাস’ সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু। ‘বেঙ্গালুরু ডেজ’, ‘এন্নু নিনতে মইদেন’, ‘চার্লি’সহ অনেক আলোচিত সিনেমায় অভিনয় করেছেন তিনি। তামিল ইন্ডাস্ট্রিতেও রয়েছে তাঁর সফল পদচারণ। ইরফান খানের সঙ্গে ‘কারিব কারিব সিঙ্গেল’সহ একাধিক হিন্দি প্রজেক্টেও দেখা দিয়েছেন।

শুধু একজন সফল অভিনেত্রী নয়, পার্বতী নিজেকে প্রতিষ্ঠিত করেছেন নারীদের কণ্ঠস্বর হিসেবেও। চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে নারীদের বিরুদ্ধে ঘটে যাওয়া যেকোনো অন্যায়ের বিরুদ্ধে সব সময় সোচ্চার তিনি। সাধারণত ব্যক্তিগত বিষয় নিয়ে কিছু বলেন না পার্বতী। তবে সম্প্রতি ফিল্মফেয়ারে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের সম্পর্কে কিছু কথা প্রকাশ্যে এনেছেন।

পার্বতী জানিয়েছেন, একসময় মানসিক স্বাস্থ্য নিয়ে লড়াই করতে হয়েছে তাঁকে। নানা কারণে উদ্বিগ্ন থাকতেন। সেটা প্রভাব ফেলেছিল তাঁর কাজ ও আচরণে। অকারণে রেগে যেতেন। সেটা এতই প্রকট হয়েছিল যে হারাতে হয়েছিল এক প্রেমিককে। পার্বতী বলেন, ‘ওই সময় আমার জীবনে একজন চমৎকার মানুষ এসেছিল। কিন্তু আমি শর্ট টেম্পার ছিলাম, যা আমার সম্পর্কটা নষ্ট করে দিয়েছিল। অনেক বছর পর তার সঙ্গে দেখা করে ক্ষমাও চেয়েছিলাম। সেই অভিজ্ঞতা সম্পর্কের বিষয়ে আরও সতর্ক হতে শিখিয়েছে আমাকে।’

অভিনেত্রী জানিয়েছেন, সেই থেকে তিনি সাবেক প্রেমিকদের সঙ্গে আন্তরিক সম্পর্ক বজায় রাখেন। তিন বছর ধরে সিঙ্গেল পার্বতী। তিনি কখনো সহ-অভিনেতা বা পরিচালকদের সঙ্গে প্রেম করেননি। তবে চলচ্চিত্রের কারিগরি দিকে যাঁরা জড়িত, এমন কয়েকজনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন।

পার্বতী থিরুভতু। ছবি: ইনস্টাগ্রাম

পার্বতী থিরুভতু। ছবি: ইনস্টাগ্রাম

ডেটিং অ্যাপস নিয়েও কথা বলেছেন পার্বতী। জানিয়েছেন, সম্পর্ক তৈরির জন্য এসব অ্যাপসে ভরসা নেই তাঁর। পার্বতী বলেন, ‘মাঝেমধ্যে আমি এসব ডেটিং অ্যাপসে যাই। কিন্তু এসব অ্যাপসে ভরসা নেই। বেশির ভাগ সময় নিজের অ্যাকাউন্ট সাসপেন্ড করে রাখি। কারণ, প্রেমের ক্ষেত্রে আমি অনেকটা সাবেকি ধারণায় বিশ্বাসী। পরস্পরকে ভালোভাবে জানার পর, চেনার পরই সম্পর্ক তৈরিতে বিশ্বাসী।’





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত