Homeখেলাধুলাফাইনালে তামিম আর আসরের সেরা মিরাজ

ফাইনালে তামিম আর আসরের সেরা মিরাজ


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর যেন অধিনায়কদের মহড়া! ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল এবং খুলনা টাইগার্সের নেতা মেহেদী হাসান মিরাজ দু’জনই তাদের অনন্য পারফরম্যান্সে মাতিয়ে রেখেছিলেন পুরো টুর্নামেন্ট। আর তার স্বীকৃতিও পেয়েছেন দুজনই।

বিপিএলের ফাইনাল মানেই চাপ, টানটান উত্তেজনা আর শ্বাসরুদ্ধকর লড়াই। ঠিক সেই উত্তেজনার মাঝেই বরিশাল শিবিরে ছিল এক আস্থার নাম—তামিম ইকবাল। চিটাগং কিংসের বিপক্ষে ১৯৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে দলকে এগিয়ে নিতে সামনে থেকে নেতৃত্ব দেন তিনি। ২৯ বলের বিধ্বংসী ইনিংসে তামিম তুলে নেন ৫৪ রান, যেখানে ছিল ৯টি চার আর ১টি বিশাল ছক্কার মার।

তামিমের এই আগ্রাসী শুরুতে বরিশাল উদ্বোধনী জুটিতে তোলে ৭৬ রান। যদিও মাঝপথে চাপ তৈরি হয়, তবে তামিমের দেওয়া সেই শক্ত ভিতই শেষ পর্যন্ত বরিশালকে এনে দেয় টানা দ্বিতীয় বিপিএল শিরোপা। এই দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যাচ সেরার পুরস্কারও উঠেছে তার হাতে।

যদিও শিরোপা ছুঁয়ে দেখা হয়নি খুলনা টাইগার্সের, তবে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ আলো ছড়িয়েছেন পুরো টুর্নামেন্টে। ব্যাট হাতে ১৪ ইনিংসে করেছেন ৩৫৫ রান, গড় ২৭.৩০। এর মধ্যে রয়েছে ২টি হাফ সেঞ্চুরি। বোলিংয়েও কম যাননি মিরাজ। ১৪ ম্যাচে ১৩ উইকেট নিয়ে দলকে দিয়েছেন গুরুত্বপূর্ণ সাফল্য, যেখানে তার ইকোনমি রেট ছিল ৭.৭১।

এই অলরাউন্ড পারফরম্যান্সের জন্য মিরাজকে আসরের সেরা খেলোয়াড় (ম্যান অব দ্য সিরিজ) হিসেবে নির্বাচিত করেছে বিপিএলের জুরি বোর্ড। নেতৃত্বের পাশাপাশি ব্যাট-বলের এই নিখুঁত সমন্বয় মিরাজকে এনে দিয়েছে বিশেষ এই স্বীকৃতি।

এবারের বিপিএল আসর যেন অধিনায়কদের জন্যই ছিল। তামিম ইকবাল দলের সামনে থেকে নেতৃত্ব দিয়ে এনে দিয়েছেন শিরোপা, আর মেহেদী হাসান মিরাজ নিজের দক্ষতায় হয়ে উঠেছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। মাঠের ভেতরে আর বাইরে, দুই অধিনায়কের এই অসাধারণ নেতৃত্বগুণই ছিল এবারের আসরের আলোচনার প্রধান কেন্দ্রবিন্দু।

বিপিএলের এই আসর শেষে বলা যায়, ক্রিকেট শুধু ব্যাট-বলের খেলা নয়, নেতৃত্বের প্রভাবও জয়-পরাজয়ের ভাগ্য নির্ধারণ করতে পারে। আর সেটাই প্রমাণ করেছেন তামিম ও মিরাজ।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত