Homeদেশের গণমাধ্যমেপ্রথম শিশুপ্রহরে আনন্দমুখর মেলা | প্রথম আলো

প্রথম শিশুপ্রহরে আনন্দমুখর মেলা | প্রথম আলো


প্রথমার স্টলেও গতকাল শিশুদের বই বিক্রি হয়েছে অনেক। বাবা শাহেদ আনোয়ারের সঙ্গে মেলায় এসেছিল সাউথ পয়েন্টের সপ্তম শ্রেণির জারিন তাসনিম। অ্যাডভেঞ্চারের বই তার খুব পছন্দ। প্রথমা থেকে কিনেছে মোস্তাক শরিফের জ্যান্ত পুতুল আতঙ্ক। ব্যবস্থাপক জাকির হোসেন জানালেন, শিশু-কিশোরদের উপযোগী বই ডিউক জনের সুড়ঙ্গে সাবধান, আখতার হুসেন সম্পাদিত ইশপের ১০০ গল্প, শামসুর রাহমানের স্মৃতির শহর, মাহফুজ রহমানের কং পাহাড়ের শয়তান, রকিব হাসানের রোবটের দীর্ঘশ্বাস, ইসমাইল আরমানের দূরের দ্বীপ কাল বেশি বিক্রি হয়েছে।

গতকাল মেলার তথ্যকেন্দ্রে ১৮৪টি নতুন বইয়ের নাম জমা পড়েছে। উল্লেখযোগ্য ছিল কবি প্রকাশ থেকে আসা শহীদ কাদরীর গদ্য সংগ্রহ, প্রথমা এনেছে জাভেদ হুসেন অনূদিত পেরুমপদভম শ্রীধরনের ছাব্বিশ দিন: দস্তইয়েফস্কির জুয়াড়ি লেখার আখ্যান, তরফদার প্রকাশনী এনেছে সাবাবা মোর্শেদ অনূদিত হান কাং এর দ্য ভেজিটেরিয়ান, অনুপ্রাণন প্রকাশন এনেছে সারওয়ার-উল-ইসলামের ছড়ার গাছে ফুল ফুটেছে।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত