নির্বাচন কমিশনে যাবে বিএনপির একটি প্রতিনিধিদল। আগামী রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকালে বিএনপির এই প্রতিনিধিদলের সেখানে যাওয়ার কথা রয়েছে। স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে এই প্রতিনিধিদলে রয়েছেন সালাউদ্দিন আহমেদ ও সেলিনা রহমান।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে বিএনপির প্রতিনিধিদল নির্বাচন কমিশনে যাবে বলে অবহিত হয়েছি। বিস্তারিত জেনে জানাতে পারবো।’
দলীয় সূত্রগুলো বাংলা ট্রিবিউনকে জানায়, দেশের চলমান অস্থির পরিবেশে সরকারকে আন্তরিকভাবে সহযোগিতা করতে চায় বিএনপি। শুক্রবার সকালে রেওয়াজ ভেঙে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকেও বিষয়টি আলোচনায় এসেছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবেই রবিবার নির্বাচন কমিশনে যাবে বিএনপি। বিশেষ করে দেশে নির্বাচনি পরিবেশ সৃষ্টি ও নির্বাচন নিয়ে কমিশনের সঙ্গে দলের শীর্ষ নেতৃত্বের অবস্থান জানাতে চায় বিএনপি।
বিএনপির উচ্চপর্যায়ের একাধিক সূত্র জানায়, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী রবিবার বিকালেই ফিরবেন। তার ফেরার পর প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের বৈঠকের সম্ভাবনা রয়েছে। তবে এ নিয়ে এখনই কেউ মন্তব্য করতে চাননি।
এর আগে, বাংলা ট্রিবিউনকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রে ব্রেকফাস্ট প্রোগ্রাম শেষ করে ৯ ফেব্রুয়ারি তারা দেশে ফিরবেন।
সফরে যুক্ত রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র মেয়ে ব্যারিস্টার জায়মা জারনাজ রহমান।