Homeজাতীয়গণ-অভ্যুত্থানে আহতদের চিকিৎসার খরচ দেবে সরকার

গণ-অভ্যুত্থানে আহতদের চিকিৎসার খরচ দেবে সরকার


Ajker Patrika

গণ-অভ্যুত্থানে আহতদের চিকিৎসার খরচ দেবে সরকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২২: ০৯

Photo

জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিদের চিকিৎসার খরচ দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। গত বুধবার (৫ ফেব্রুয়ারি) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে গণ-অভ্যুত্থানসংক্রান্ত বিশেষ সেলের যুগ্ম সচিব মো. মশিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ইতিপূর্বে বেসরকারি হাসপাতালে যাঁরা চিকিৎসা গ্রহণ করেছেন, তাঁদের আবেদন ও বিল গণ-অভ্যুত্থানসংক্রান্ত বিশেষ সেলে অথবা সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনের কার্যালয়ে দাখিল করতে হবে। সেলে প্রাপ্ত বিলসমূহ স্বাস্থ্য অধিদপ্তর প্রয়োজনীয় যাচাই-বাছাই করে পুনরায় গণ-অভ্যুত্থানসংক্রান্ত বিশেষ সেলে প্রেরণ করবে এবং সিভিল সার্জন অফিসে প্রাপ্ত বিল সিভিল সার্জন যাচাই-বাছাই শেষে প্রেরণ করবেন। সেল মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে দাবিকৃত অর্থ পরিশোধের ব্যবস্থা গ্রহণ করবে।’

এ ছাড়া ইতিমধ্যে যাঁরা আহত হয়ে চিকিৎসা নিয়েছেন, তাঁদের আবেদন ও বিল গণ-অভ্যুথানসংক্রান্ত বিশেষ সেলে অথবা সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনের কার্যালয়ে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়। আবেদন ফরম গণ-অভ্যুত্থানসংক্রান্ত বিশেষ সেলের ওয়েবসাইটে পাওয়া যাবে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত