Homeবিনোদনমুক্তির অপেক্ষায় মালয়ালম ৫ সিনেমা

মুক্তির অপেক্ষায় মালয়ালম ৫ সিনেমা


কয়েক দশক আগে ভারতীয় সিনেমা বলতে শুধু বলিউড সিনেমাকে ভাবা হতো। তবে সময়ের পরিক্রমায় বর্তমানে সিনেপ্রেমীদের বলিউড সিনেমার পাশাপাশি দক্ষিণী চলচ্চিত্রের দিকেও আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। তবে এর মাঝে আলাদাভাবে দর্শকপ্রিয় হয়ে উঠেছে দক্ষিণ ভারতের মালয়ালম ফিল্ম ইন্ডাস্ট্রিও। কালবেলার আজকের আয়োজনে থাকছে প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় থাকা ৫টি সিনেমার গল্প। লিখেছেন তামজিদ হোসেন

ব্রোমান্স

অরুণ ডি জোসের পরিচালনায় নির্মিত অ্যাডভেঞ্চার রোমান্স সিনেমা ব্রোমান্স। চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। এরই মধ্যে সিনেমাটির ট্রেলার প্রকাশ পেয়েছে, যা দর্শকমহলে দারুণ সাড়া ফেলেছে। এ চলচ্চিত্রটি মূলত বিন্টো নামে এক তরুণকে কেন্দ্র করে নির্মিত। যে এই সিনেমায় তার হারিয়ে যাওয়া ভাইকে খুঁজে বের করার চেষ্টা করছে। ভাইয়ের বন্ধুবান্ধব ও তার সাবেক প্রেমিকার সাহায্যে বিন্টো একটি মজার কিন্তু বিপজ্জনক অভিযানে জড়িয়ে পড়ে। একের পর এক ঘটনাপ্রবাহের মধ্যে দিয়ে যেতে যেতে তারা নিজেদের জীবন বাঁচাতে দৌড়াতে বাধ্য হয়, আর এভাবেই তৈরি হয় এক হাস্যকর ও রোমাঞ্চকর সিনেমার কাহিনি। এই ছবিতে অভিনয় করেন অর্জুন আশোকন, ম্যাথিউ থমাস, মহিমা নাম্বিয়ারসহ আরও অনেকে।

নারায়ণেন্তে মুন্নানমাক্কল

ফেব্রুয়ারি ৭ তারিখে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ফ্যামিলি ড্রামা ঘরানার সিনেমা নারায়ণেন্তে মুন্নানমাক্কল। ছবিটি পরিচালনা করেছেন শরণ ভেনুগোপাল এবং অভিনয় করেছেন জজু জর্জ, সুরাজ ভেঞ্জারামুডু, শেলি কিশোরসহ অনেকে। সিনেমাটি তিন ভাইবোনের গল্পকে কেন্দ্র করে নির্মিত, যারা একসময় তাদের পারিবারিক সম্পত্তি ভাগ করে নেওয়ার পর নিজেদের পথ বেছে নেয়। অনেক বছর পর, তারা আবারও তাদের পূর্বপুরুষের বাড়িতে ফিরে আসে। পুনর্মিলনের এ যাত্রায় তাদের ভিন্ন ভিন্ন ব্যক্তিত্ব কীভাবে পরিবারে টানাপোড়েন ও জটিলতা সৃষ্টি করে, তা নিয়েই এগিয়ে যাবে সিনেমার কাহিনি।

দাভিদ

গোবিন্দ বিঞ্চুর পরিচালনায় ‘দাভিদ’ সিনেমা আবু নামে এক ছেলের জীবনের গল্পকে কেন্দ্র করে নির্মিত। যেখানে ওই ছেলেকে দেখা যায় একজন বক্সার হিসেবে খেলাধুলার জগতে প্রবেশ করতে এবং এরপর তিটি প্রতিদ্বন্দ্বীকে সে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে এবং তার প্রতিটি লড়াইকে এক অনন্য শিল্পকর্মে পরিণত করতে থাকে আর এভাবেই এগিয়ে যায় সিনেমাটির কাহিনি। এই চলচ্চিত্রে অভিনয় করেছেন অ্যান্টনি পেপে ভার্গিস, মো ইসমাইল ও লিজোমল জোসসহ আরও অনেকে। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ১৪ ফেব্রুয়ারি।

পেইনকিলি

রোমান্টিক কমেডি ঘরোনার পেইনকিলি সিনেমাটি সুকুর নামে এক ব্যক্তির গল্পকে কেন্দ্র করে নির্মিত, যে আইনের বিচার থেকে রক্ষা পাওয়ার জন্য পাগল সাজার অভিনয় করে। তবে এই প্রতারণার মাঝেই সে প্রেমে পড়ে যায়, আর এভাবেই এগিয়ে যায় ছবিটির কাহিনি। এরই মধ্যে সিনেমাটির ট্রেলার মুক্তি পেয়েছে, যা দর্শকমহলে বেশ সাড়া ফেলেছে। ছবিটি পরিচালনা করেছেন সৃজিত বাবু এবং অভিনয় করেছেন, আনস্বরা রাজন, সাজিন গোপুসহ আরও অনেকে। চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এ বছরের ১৪ ফেব্রুয়ারি।

গেট সেট বেবি

চলতি বছরের ২১ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে কমেডি ড্রামা ঘরোনার সিনেমা গেট সেট বেব। ছবিটি পরিচালনা করেছেন বিনয় গোবিন্দ এবং অভিনয় করেছেন নিখিলা বিমল, উন্নি মুকুন্দনসহ আরও অনেকে। এই সিনেমার গল্প একজন ডাক্তারকে কেন্দ্র করে, যে মূলত ইন-ভিট্রো ফার্টিলাইজেশন (আই ভি এফ) বিশেষজ্ঞ হিসেবে তার পেশাগত চ্যালেঞ্জগুলোকে তুলে ধরে এই চলচ্চিত্রটির মাধ্যমে।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত