ফেনীতে আওয়ামী লীগের সাবেক তিন সংসদ সদস্যের (এমপি) বাড়ি এবং জেলা আওয়ামী লীগ অফিসে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বৃহস্পতিবার রাতে পৃথক পৃথক স্থানে এই ঘটনা ঘটে।
বিমানবন্দর সড়কে অবস্থিত ফেনী-১ আসনের সাবেক এমপি শেখ হাসিনার প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের পরিত্যক্ত বাড়িতে ভাঙচুর করে আগুন দেওয়া হয়েছে।
অন্যদিকে শহরের স্টেশন রোডে জেলা আওয়ামী লীগ কার্যালয়েও অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে।
একই রাতে ফেনী-৩ আসনের সাবেক এমপি লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর সোনাগাজী সুলাখালী গ্রামের বাড়িতেও আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটে।
এ ছাড়া সোনাগাজীর সোনাপুর গ্রামে ফেনী-২ আসনের সাবেক এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর নানার বাড়িতে আগুন দেওয়া হয়।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাতে শহরের জিরো পয়েন্ট ট্রাঙ্ক রোড থেকে লাঠি হাতে শতাধিক ছাত্র-জনতা মিছিল করে পুরাতন বিমানবন্দর সড়কে অবস্থিত আলাউদ্দিন আহমেদ চৌধুরীর বাড়ির সীমানাপ্রাচীর এবং দেয়াল ভাঙচুর করেন। পরে বাড়িতে অগ্নিসংযোগ করেছেন।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, ‘শহরে একটি বাড়ি ও একটি কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
সোনাগাজী মডেল থানার ওসি মো. বায়েজিদ আকন বলেন, ‘মাসুদ উদ্দিন চৌধুরীর বাড়িতে আগুনের খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে নিজাম হাজারীর নানার বাড়িতে আগুন দেওয়ার কোনও খবর পুলিশ জানে না।’