এ সপ্তাহের ওটিটি (৭ ফেব্রুয়ারি ২০২৫)
বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭: ৪৬
‘দ্য মেহতা বয়েজ’ সিনেমার দৃশ্য
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।
খোয়াব (স্বল্পদৈর্ঘ্য বাংলা সিনেমা)
- অভিনয়: আদর আজাদ, ববি
- মুক্তি: ৭ ফেব্রুয়ারি, বঙ্গ
- গল্পসংক্ষেপ: ক্রাইম থ্রিলার গল্পে তৈরি হয়েছে সিনেমাটি। সিনেমার গল্প একজন চিত্রনায়িকা ও তার মেকআপম্যানের সহকারীকে ঘিরে।
প্রিয় প্রাক্তন (স্বল্পদৈর্ঘ্য বাংলা সিনেমা)
- অভিনয়: সুদীপ বিশ্বাস দীপ, প্রার্থনা ফারদিন দীঘি
- মুক্তি: ৮ ফেব্রুয়ারি, বঙ্গ
- গল্পসংক্ষেপ: জীবনের নানা সময়ে গড়ে ওঠা সম্পর্ক আর প্রেমের গল্প নিয়ে প্রিয় প্রাক্তন। পুরো সিনেমায় সুদীপ ও দীঘিই অভিনয় করেছেন।
ফিল্ম কানন (স্বল্পদৈর্ঘ্য বাংলা সিনেমা)
- অভিনয়: ফজলুর রহমান বাবু
- মুক্তি: ৯ ফেব্রুয়ারি, বঙ্গ
- গল্পসংক্ষেপ: বজলু একজন সিনেমাপ্রেমী মানুষ। দিনরাত কাটে সিনেমার কল্পনায়। তার স্বপ্ন, সিনেমার নায়ক হওয়া। স্বপ্নপূরণের আশায় বজলু পাড়ি জমায় ঢাকায়।
প্রিয় মালতী (বাংলা সিনেমা)
- অভিনয়: মেহজাবীন চৌধুরী, শাহজাহান সম্রাট, আজাদ আবুল কালাম
- মুক্তি: ৬ ফেব্রুয়ারি, চরকি
- গল্পসংক্ষেপ: পলাশ আর মালতীর ছোট্ট ছিমছাম সংসার। পলাশ একটি দোকানের সাধারণ কর্মচারী। মালতী অন্তঃসত্ত্বা। অন্যান্য দিনের মতো পলাশ দোকানে যায়। কিছুক্ষণ পর মালতী টিভিতে দেখে, পলাশের দোকান যে ভবনে, তাতে আগুন লেগেছে। পলাশকে পাওয়া যায় না। নিমেষে তা বদলে দেয় তার জীবনের মোড়।
আগন্তুক (বাংলা সিনেমা)
- অভিনয়: শ্যামল মাওলা, পূজা চেরি
- মুক্তি: ১০ ফেব্রুয়ারি, আইস্ক্রিন
- গল্পসংক্ষেপ: ২০২২ সালে ওয়েব ফিল্ম আকারে শুটিং শুরু হয় আগন্তুকের। গত বছর ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয় সিনেমাটি। এবার আগন্তুক দেখা যাবে ঘরে বসে। সুমন ধর পরিচালিত সিনেমাটি তৈরি হয়েছে থ্রিলার গল্পে।
দ্য মেহতা বয়েজ (হিন্দি সিনেমা)
- অভিনয়: বোমান ইরানি, অবিনাশ তিওয়ারি, শ্রেয়া চৌধুরী, পূজা স্বরূপ
- মুক্তি: ৭ ফেব্রুয়ারি, আমাজন প্রাইম
- গল্পসংক্ষেপ: ছেলের কাছে থাকতে আসে বাবা। দুই দিন একত্রে থাকতে হবে তাদের। তাতেই দেখা দেয় সমস্যা। বয়স হলে সবাই যে শিশুর মতো আচরণ করে, তা বুঝতে দেরি হয় ছেলের। বাবা ও ছেলের মাঝে জমে ওঠা মান-অভিমান, রাগ ও ভালোবাসার আবেগতাড়িত গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি।