Homeদেশের গণমাধ্যমেস্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনে যাওয়ার পথে বাধা, বসে পড়লেন শিক্ষার্থীরা

স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনে যাওয়ার পথে বাধা, বসে পড়লেন শিক্ষার্থীরা


স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নিতে যাওয়ার অভিমুখে পুলিশের বাধায় মিন্টো রোডের মাথায় বসে পড়েছেন শিক্ষার্থীরা।

এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদের নেতৃত্বে বাংলামোটর থেকে রওনা দেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাংলামোটর রূপায়ন টাওয়ার থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনের উদ্দেশে বের হন শিক্ষার্থীরা। রাত ১২টা ৪৮ মিনিটে মিন্টো রোডের মাথায় বসে পড়েন তারা।

তার আগে এদিন রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ কয়েক মিনিটের ব্যবধানে ফেসবুকে দুইটি পোস্ট দেন।

প্রথম পোস্টে তিনি লেখেন, আমার জন্মভূমি হাতিয়ায় সাবেক এমপি জলদস্যু মোহাম্মদ আলীর বাসা থেকে ছাত্রদের ওপর গুলিবর্ষণ করা হয়েছে। প্রশাসন আছে, কিন্তু সন্ত্রাসীদের হাতে অস্ত্রও আছে। আমার ভাইদের ওপর সন্ত্রাসীরা গুলি চালিয়েছে, আমি যাচ্ছি। হয় জন্মভূমি, নয় মৃত্যু। দোয়া করবেন।

ওই পোস্টে তিনি আরও লেখেন, স্বরাষ্ট্র উপদেষ্টা, নেভি ক্যাম্পের পাশেই অস্ত্রভর্তি মোহাম্মদ আলীর আস্তানা।

দ্বিতীয় পোস্টে মাসউদ লেখেন, স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনের সামনে যাচ্ছি, ওখানে অবস্থান করবো রাত ১২টা ৩০ থেকে। উনারা ঘুমাবে, আর আওয়ামী লীগের সন্ত্রাসীরা ছাত্রদের ওপর গুলি করবে। যারা সঙ্গ দেবেন, আসতে পারেন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত