শুভ সন্ধ্যা, আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি)। গতকাল রাত থেকে শুরু করে আজ সারাদিন পুরো বাংলাদেশ ছিল ঘটনাবহুল। গতকাল রাতে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে হামলা করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এরপর সারা দেশে বঙ্গবন্ধুর স্বজন ও আওয়ামী লীগের নেতাদের বাড়িঘরে হামলা ও আগুন দেওয়া হয়। পরে সব বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়। এছাড়াও সারা দিন ঘটেছে নানা ঘটনা। সব খবর হয়ত আপনার নজরে আসেনি। তাই গুরুত্বপূর্ণ সেসব সংবাদ আজকের পত্রিকার পাঠকদের জন্য তুলে ধরা হল।
১. প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন সাংবাদিক মনির হায়দার
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব মনির হায়দার। এই পদে তাঁকে সিনিয়র সচিব পদমর্যাদায় নিয়োগ দিয়ে গত ৫ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মনির হায়দার বর্তমানে নিউইয়র্কে রয়েছেন। অচিরেই দেশে ফিরে তিনি এ পদে যোগদান করবেন বলে সরকারি সূত্র জানিয়েছে। বিস্তারিত পড়ুন…
২. শেখ হাসিনা ‘মিথ্যা ও বানোয়াট’ বক্তব্য দেওয়ায় ভারতীয় হাইকমিশনারকে তলব
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য ভারত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে অব্যাহতভাবে উসকানি দিচ্ছেন বলে মনে করে অন্তর্বর্তী সরকার। মিথ্যা ও বানোয়াট তথ্য দেওয়ার মাধ্যমে চালানো এমন তৎপরতা ‘বাংলাদেশবিরোধী’ দাবি করে সরকার বলেছে, এসব তৎপরতা দ্বিপক্ষীয় সুস্থ সম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টার জন্য উপযোগী নয়। বিস্তারিত পড়ুন…
৩. ধানমন্ডি ৩২ নম্বরে হামলায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন হাফিজের
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি, স্বজনদের বাড়িঘর ও দেশজুড়ে আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর ভাঙচুরের বিষয়ে সরকারের ভূমিকা কী ছিল, এমন কোনো তথ্য তাঁদের কাছে নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে স্বাধীনতা ফোরাম আয়োজিত ‘বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্রের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বিস্তারিত পড়ুন…
৪. ‘স্যার’ না বলায় খেপে গেলেন সুনামগঞ্জের এসপি
স্যার না বলে সাহেব বলায় খেপে গেলেন সুনামগঞ্জের পুলিশ সুপার (এসপি) আ ফ ম আনোয়ার হোসেন খান। তাঁর উত্তেজিত হওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। আজ বুধবার বিকেলে সুনামগঞ্জের পুলিশ সুপারের কার্যালয়ে গণঅধিকার পরিষদের নেতাদের সঙ্গে কথোপকথনের সময় এ ঘটনা ঘটে। বিস্তারিত পড়ুন…
৫. ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুরের প্রতিবাদে ছাত্রলীগের মিছিলের দৃশ্য দাবিতে ভিডিও ভাইরাল—জানুন আসল ঘটনা
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে গত ৫ আগস্টে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন। গতকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) ছিল এই গণ-অভ্যুত্থানের ছয় মাস পূর্ণের দিন। একই দিনে (৫ ফেব্রুয়ারি) রাতে নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ফেসবুক পেজ থেকে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা হবে বলে জানানো হয়েছিল। শেখ হাসিনার এই বক্তব্য দেওয়া নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া অনেক ছাত্র-জনতা ও অনলাইন অ্যাকটিভিস্ট সোশ্যাল মিডিয়ায় ধানমন্ডি ৩২ অভিমুখে ‘বুলডোজার মিছিল’ এবং ‘মার্চ টু ধানমন্ডি ৩২’ কর্মসূচির ডাক দেন। পরবর্তী সময় গতকাল রাত ৮টার দিকে বিক্ষোভকারীরা ধানমন্ডি ৩২ নম্বর বাড়িটিতে ঢুকে ভাঙচুর করেন এবং ১০টার দিকে আগুন দেওয়া হয়। বিস্তারিত পড়ুন…
৬. একুশে পদক পাচ্ছেন জাতীয় নারী ফুটবল দলসহ ১৫ ব্যক্তি-প্রতিষ্ঠান
আলোকচিত্রী নাসির আলী মামুন, প্রয়াত কবি হেলাল হাফিজসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ১৪ জন বিশিষ্ট নাগরিক ও বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে ২০২৫ সালের একুশে পদকের জন্য মনোনীত করেছে সরকার। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) একুশে পদকের জন্য মনোনীতদের নাম প্রকাশ করেছে। বিস্তারিত পড়ুন…
৭. আমার কাছে তথ্য আছে, ‘র’ দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে: ফয়জুল করীম
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ‘পার্শ্ববর্তী দেশগুলো বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমার কাছে তথ্য আছে ‘র’ দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে।’ আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাব অডিটরিয়ামে ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ শাখার ৫ম সম্মেলনে তিনি এসব কথা বলেন।
অন্তর্বর্তী সরকারকে শক্তহাতে দেশ পরিচালনার আহ্বান জানিয়ে সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। এর পেছনে বিগত ফ্যাসিস্ট সরকারের হাত রয়েছে। বিস্তারিত পড়ুন…
৮. প্রাথমিকের ৬৫৩১ শিক্ষকের নিয়োগ বাতিল
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্তভাবে উত্তীর্ণ ৬ হাজার ৫৩১ সহকারী শিক্ষকের নিয়োগ বাতিল করেছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর বেঞ্চ এ রায় দেন। এর আগে ৩০ প্রার্থীর করা রিটের পরিপ্রেক্ষিতে গত ১৯ নভেম্বর হাইকোর্ট রুল জারি করেন। ২০২৩ সালের ১৪ জুনের বিজ্ঞপ্তি অনুযায়ী তৃতীয় ধাপে ৬ হাজার ৫৩১ জনকে নির্বাচন করে গত বছরের ৩১ অক্টোবর নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। আর ১১ নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নিয়োগ সংক্রান্ত আদেশ জারি করে। বিস্তারিত পড়ুন…
৯. শৃঙ্খলা ফিরছে ব্যাংক খাতে
আওয়ামী লীগ সরকারের আমলে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ব্যাংক খাতে লুটপাট হয়েছে। ঋণের নামে হয়েছে ব্যাংকের টাকা ভাগাভাগি। অর্থ পাচারের রেকর্ড হয়েছে। কারও মুখ খোলার মতো অবস্থা ছিল না। গত আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ধীরে ধীরে প্রকাশ পেতে থাকে সবকিছু। আর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে ব্যাংক খাতে সংস্কারে মনোযোগ দেয়। এতে গত ছয় মাসে কিছুটা শৃঙ্খলা ফিরেছে ব্যাংক খাতে। খাদের কিনারে পড়ে যাওয়া ব্যাংক খাতকে উদ্ধারে অন্তর্বর্তী সরকারের নেওয়া উদ্যোগের অংশ হিসেবে এস আলমের মালিকানাধীন ইসলামী ব্যাংকসহ ১১টি ব্যাংকের পর্ষদ পুনর্গঠন করা হয়, যাতে গ্রাহকের মধ্যে কিছুটা আস্থা ফিরে আসে। কিন্তু কয়েকটি ব্যাংকে পর্ষদ কাজ করছে না। বিস্তারিত পড়ুন…
১০. বিপিএলে চ্যাম্পিয়ন হলেই আড়াই কোটি টাকা
আলোচিত-সমালোচিত বিপিএল এবার শেষের পথে। ফরচুন বরিশাল নাকি চিটাগং কিংস—কার হাতে উঠবে সোনালি ট্রফি। তা জানার জন্য অবশ্য কাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে তার আগেই জেনে রাখুন—এবারের বিপিএলে চ্যাম্পিয়ন দল আড়াই কোটি টাকা। আর ফাইনালের সময় ১ ঘণ্টা এগিয়ে নিয়ে আসা হয়েছে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ফাইনাল হওয়ার কথা ছিল আগামীকাল সন্ধ্যা ৭টায়। পরিবর্তিত সময় অনুযায়ী ফাইনাল হবে সন্ধ্যা ৬টায়। বিস্তারিত পড়ুন…