বিপিএলের চলতি আসরে আলোচিত ব্যক্তিদের তালিকায় জায়গা করে নিয়েছিলেন কানাডিয়ান মডেল ইয়াশা সাগর। জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংসের হোস্ট হিসেবে নিয়োগ পাওয়া এই মডেলের উপস্থিতি মাঠের বাইরের আলোচনায়ও ছিল শীর্ষে। তবে ফাইনালে উঠলেও ইয়াশার অনুপস্থিতি নিয়ে শুরু হয় গুঞ্জন। শেষমেশ জানা গেল, চুক্তি লঙ্ঘনের অভিযোগে তার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে চিটাগং কিংস।
চিটাগং কিংসের মালিক সামির কাদের চৌধুরীর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মোহাম্মদ শাখাওয়াত হোসেন ইয়াশা সাগরকে এই নোটিশ পাঠিয়েছেন। ২০২৪ সালের ১০ ডিসেম্বর করা চুক্তি অনুযায়ী ইয়াশার দায়িত্ব ছিল শুধুমাত্র উপস্থাপনা নয়, বরং স্পন্সরশিপ বার্তা, বিজ্ঞাপন এবং বাণিজ্যিক অংশীদারদের প্রচারণার কাজও। কিন্তু অভিযোগ উঠেছে, তিনি চুক্তির ৯ নম্বর ধারার শর্ত ভঙ্গ করেছেন।
নোটিশে উল্লেখ করা হয়েছে, ইয়াশা সাগর স্পন্সর ডিনারে অনুপস্থিত ছিলেন এবং প্রয়োজনীয় প্রোমোশনাল শুট সম্পন্ন করেননি। এর ফলে ফ্র্যাঞ্চাইজির আর্থিক ক্ষতি ছাড়াও সুনামের বড় ধাক্কা খেতে হয়েছে বলে দাবি করা হয়েছে।
দলটির পক্ষ থেকে জানানো হয়, ২ ফেব্রুয়ারি ইয়াশাকে ২ দিনের মধ্যে সমস্যার সমাধানের নির্দেশ দিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু নোটিশ পাওয়ার পর ৩ ফেব্রুয়ারি হোটেল ছেড়ে কোনো ধরনের যোগাযোগ না করেই তিনি ভারতে পাড়ি জমান। চুক্তিভঙ্গ সংক্রান্ত সমস্যার সমাধান না করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে চিটাগং কিংস।